![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি কি জানি কী আমার লক্ষ্য পথের শেষ কোনখানে দূরাগত এক ঘন্টাধ্বনী তবু অবিরাম ভেসে আসে কানে। ভেবো না নিজেকে অনু থেকে অনু দীনস্য দীন সবার অধম আকাশ ডিঙ্গিয়ে ছুটে গিয়ে ধরো সূর্য যেখানে একা একদম। .............হাফিজ।
প্রতিটা মানুষই অ্যাডভেঞ্চার প্রিয়। পৃথিবীর প্রতিটি আনাচে কানাচে ঘুরে বেড়ানোর সাধ অনেকেরই থাকে। নিজের বিশ্বটাকে আয়েশ মিটিয়ে দেখতে চান অনেকেই। কারো সাধ্য থাকে, কারো থাকে না। সে যাই হোক, তাই বলে বিশ্বের এই সকল অতুলনীয় সুন্দর জায়গাগুলো সম্পর্কে খোঁজ রাখতে পারবেন না তা তো নয়। বিশ্বে এমন অনেক স্থান রয়েছে যা অনেক ভ্রমণপিপাসুদের ধারনার বাইরে। আজ এমনই ২০ টি অসাধারণ সুন্দর অজানা স্থানের সাথে পরিচয় করিয়ে দিতেই আমাদের ফিচার। চলুন তবে পরিচিত হই এই সকল অজানা সুন্দরের সাথে।
রিস্তোরেন্তে গ্রোত্তা পালাজেস, ইতালি
এই অসাধারণ রেস্টুরেন্টটি পুরোটাই একটি পাহাড়ের গুহার ভেতরে অবস্থিত। অসাধারণ রোম্যান্টিক ক্যান্ডেল লাইট ডিনারের একটি স্থান।
চিচিলিয়ান্নে, হৃোন আল্পস, ফ্রান্স
৭,০০০ ফুট উচ্চতার মন্ট আইগুল্লে আসলেই দম বন্ধ করা সুন্দর, তাই নয় কি?
টাইগার’স নেস্ট মনাস্ট্রি, পারো ভ্যালী, ভুটান
নিজের দেশের কাছেই রয়েছে এই অসাধারণ সুন্দর স্থানটি। ৩,০০০ ফুট ওপরে পাহাড়ের ওপর ক্লিফের পাশেই ১৭ শতাব্দীতে তৈরি এই মনাস্ট্রিটি।
ডুব্রোভনিক, ক্রোয়েশিয়া
মেডাইভাল যুগের এই শহরটি সকলের কাছে নতুন করে পরিচিত হয়েছে ‘গেম অফ থর্নস’ মুভির কিছু অংশে ব্যবহৃত হয়ে। যারা মুভি দেখে ভেবেছিলেন জায়গাটি কোনো স্টেজে বানানো তারা যেয়ে ঘুরে আসুন একবার।
আলবারাসিন, আরাগণ, স্পেন
অসাধারণ সুন্দর এই শহরটিও মেডাইভাল যুগের নিদর্শন। যারা ঐতিহাসিক নিদর্শন প্রিয় তাদের জন্য এই স্থানটি জাদুকরী।
বাগান, বার্মা
প্রাচীন এই স্থানটি বার্মার বেশ ভেতরে অবস্থিত, বলতে গেলে লুকোনো একটি স্থান। এই শহরে ছিল ১০,০০০ বৌদ্ধ মন্দির যার মধ্যে ২২০০ টি এখনো অক্ষত অবস্থায় দাঁড়িয়ে আছে। সত্যিই ভ্রমণের জন্য অসাধারণ একটি স্থান।
আয়েসচের, সুইজারল্যান্ড
এই হোটেলটি আপ্পেঞ্জেল্লারল্যান্ড পাহাড়ের ওপরে অবস্থিত। এইখানে যেতে হলে ক্যাবল কারে করে যেতে হয়। সত্যিই ছবির মতো সুন্দর মনে হয় একেই বলে।
হাইকু স্টেয়ারস, হাওয়াই
এই জায়গাটিকে বলা হয় ‘স্বর্গের সিঁড়ি’। সমুদ্র সমতলের প্রায় ২,৮০০ ফুট ওপর পর্যন্ত চলে গিয়েছে এই সিঁড়িটি।
পিংভ্যালাভাট্যান লেক, আইসল্যান্ড
যারা সমুদ্রে ডাইভ করতে পছন্দ করেন তাদের জন্য সব চাইতে ভালো ভ্রমণের স্থান এটি। সমুদ্রের অসাধারণ সৌন্দর্য উপভোগের আদর্শ স্থান।
চেফচ্যাউয়েন, নর্থওয়েস্ট মরক্কো
এই স্থানটি সব চায়ে বেশি জনপ্রিয় এখানের নীল রঙের বাড়িগুলোর জন্য। প্রতিটি বাড়ির আকার ও রঙ একই হওয়ার কারণে পুরো শহরটিতে তৈরি হয়েছে গোলোকধাঁধাঁ। যদি এই শহরের আরও দুটি মূল আকর্ষণ রিফ মাউন্টেইনস এবং দ্য কাস্কাডেস ড’অ্যাকচউর।
তথ্যসূত্র : View this link
১৭ ই জুন, ২০১৪ সন্ধ্যা ৬:৪৪
সময়ের ডানায় বলেছেন: ধন্যবাদ বঙ্গভূমি।
২| ১৭ ই জুন, ২০১৪ সন্ধ্যা ৬:৪৪
ঢাকাবাসী বলেছেন: খুব সুন্দর!
১৭ ই জুন, ২০১৪ সন্ধ্যা ৬:৪৫
সময়ের ডানায় বলেছেন: থ্যাংকস।
৩| ১৭ ই জুন, ২০১৪ সন্ধ্যা ৬:৫৩
বিদ্রোহী ভৃগু বলেছেন: অসাধারণ সুন্দর অজানা স্থানে ভ্রমন করানোয় অনেক অনেক অনেক ধন্যবাদ....
সত্যিই অসাধারন....
জীবনের টানাপোড়েনে
বাসা-অফিস-বাসা জীবনে
ভ্রমনের স্বপ্ন কই?
এইবা কম কিসে
সবই দেখা হল ডেস্কে বসেই
১৮ ই জুন, ২০১৪ সকাল ১০:৪১
সময়ের ডানায় বলেছেন: সুন্দর মন্তব্যে অনেক ধন্যবাদ।
৪| ১৭ ই জুন, ২০১৪ সন্ধ্যা ৭:৫৭
প্রবাসী পাঠক বলেছেন: প্রতিটি স্থান অসম্ভব সুন্দর।
১৮ ই জুন, ২০১৪ সকাল ১০:৪২
সময়ের ডানায় বলেছেন: ধন্যবাদ ভাই।
ভাল থাকুন নিরন্তর।
৫| ১৮ ই জুন, ২০১৪ সকাল ১০:৫২
কেএসরথি বলেছেন: সুইজারল্যান্ডের ছবিটা সবচেয়ে ভালো লেগেছে।
১৯ শে জুন, ২০১৪ সকাল ১০:২০
সময়ের ডানায় বলেছেন: আমার কাছে এটা বেশি ভাল লাগছে।
ধন্যবাদ ভাই।
৬| ১৮ ই জুন, ২০১৪ দুপুর ১২:০৬
সোহানী বলেছেন: উউউউউ........ মাথাতো খারাপ করিয়ে দিচ্ছেন !!!!! কবে যে যাবো ... তবে আমার প্রিয় কয়টি জায়গা দেখেন....
১মটি জার্মানে ২য়টি সুইজারলেন্ডে....... অসাধারন....
১৯ শে জুন, ২০১৪ সকাল ১০:২১
সময়ের ডানায় বলেছেন: দারুণ জায়গা।
৭| ১৮ ই জুন, ২০১৪ দুপুর ১২:০৮
সোহানী বলেছেন: ও হ... ডাবল ছবি আসছে... বাকিগুলা আসে নাই... পরে দিব ওকে...
এটি সুইজারলেন্ডের লসানের ছবি। আসলেই বেহেস্থ...
১৯ শে জুন, ২০১৪ সকাল ১০:২৩
সময়ের ডানায় বলেছেন: ঠিক আছে বাকি ছবিটা দেখার আশায় রইলাম।
ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।
©somewhere in net ltd.
১|
১৭ ই জুন, ২০১৪ সন্ধ্যা ৬:৩১
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: অসাধারন সুন্দর পোস্ট।+++