নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পড়ে থাক সব কালের জন্য, কালের বেসাতি কালে।

ভাগ্য লিখন এমনই যে শ্রেষ্ঠজনকে সে ধূলোয় মেশায়, যোগ্যদের মাথার উপর অযোগ্যদের বসিয়ে দেয়

সময়ের ডানায়

আমি কি জানি কী আমার লক্ষ্য পথের শেষ কোনখানে দূরাগত এক ঘন্টাধ্বনী তবু অবিরাম ভেসে আসে কানে। ভেবো না নিজেকে অনু থেকে অনু দীনস্য দীন সবার অধম আকাশ ডিঙ্গিয়ে ছুটে গিয়ে ধরো সূর্য যেখানে একা একদম। .............হাফিজ।

সময়ের ডানায় › বিস্তারিত পোস্টঃ

***বিশ্বের অসম্ভব সুন্দর সব স্থানগুলো যা আপনার মনকে আকর্ষণ করবে*** (পর্ব-২)

১৮ ই জুন, ২০১৪ সকাল ১০:৫০

ঘুরে বেড়ানোর শখ যাদের অনেক বেশি, তাদের জন্য আমাদের সব সময়েই চেষ্টা থাকে বিশ্বের অসাধারণ সব সুন্দর স্থানগুলোর সাথে পরিচয় করিয়ে দেয়ার। পুরো পৃথিবী জুড়ে যতো অতুলনীয় সুন্দর স্থান রয়েছে তা সকলের কাছে তুলে ধরার। আমাদের এই প্রিয় পৃথিবী জুড়ে এমন সব অসাধারণ সুন্দর স্থান রয়েছে যার সম্পর্কে অনেক ভ্রমন পিপাসু মানুষ জানেনই না। এর আগের পর্বে আমরা এমন ১০ টি স্থানের সাথে পরিচয় করিয়ে দিয়েছিলাম। আজ আবারও এসেছি এমনই আরও ১০ টি অসাধারণ সুন্দর অজানা স্থানের সাথে পরিচয় করিয়ে দিতে। চলুন তবে পরিচিত হই এই সকল অজানা সুন্দরের সাথে।



লর্ড হোয়ে আইল্যান্ড, অস্ট্রেলিয়া



অসম্ভব সুন্দর যে সমুদ্র সৈকতটি কভারে দেখতে পাচ্ছেন তা হলো লর্ড হোয়ে আইল্যান্ডের। এটি অস্ট্রেলিয়ায় অবস্থিত। এই সুন্দর স্থানটির সুরক্ষার জন্য এখানে প্রতিবছর শুধুমাত্র ৪০০ জন টুরিস্ট আসতে দেয়া হয়। এর বেশি নয়।



হুয়াকাচিনা, পেরুভিয়ান মরুভূমি



মরুভূমির বুকে মাত্র ১০০ জন মানুষের শ্রমে তৈরি এই ছোট্ট গ্রামটি সম্পর্কে অনেকেই জানেন না। কিন্তু সামান্য কিছু ভাড়াতেই আপনি থক্তে পারবেন অসাধারণ এই স্থানটিতে।



দ্য বেস্টেই ব্রিজ, এলবি স্যান্ডস্টোন মাউন্টেন, জার্মানি



অসাধারণ স্থাপত্যের নিদর্শন এই স্থানটির কথা জানেন না অনেকেই। সবুজের সৌন্দর্যে ভরপুর এই স্থানটি আসলেই স্বর্গীয় সুন্দর।



কাপ্পাদোসিয়া, তুর্কি



‘অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইন এইটটি ডে’স’ মুভিটি দেখার পর অনেকেরই এইরকম বেলুনে চড়ার শখ আছে। একবার বেলুনে চড়ে দেখেই আসুন না চাঁদের মাটির মতো এই স্থানটিতে।



হলসট্যাট, অষ্ট্রিয়া



পাহাড়ের পাদদেশের এই ছোট্ট ছিমছাম শহরটিতে লোক সংখ্যা মাত্র ১০০০ জন। এই অসাধারণ স্থানটিও এখনো সকলের কাছেই অজানা।



লেপটিস ম্যাগনা, ত্রিপলি, লিবিয়া



রোমান সময়ের এই অসাধারণ নিদর্শন ইতিহাস প্রিয় যে কারো কাছে হয়ে উঠতে পারে ভ্রমণের উপযুক্ত স্থান।



দ্য অ্যালক্যা্যার অফ সেগোভিয়া, স্পেন



কোনো মুভির বানানো সেট বলে মনে হলেও এই স্থানটিও রয়েছে পৃথিবীর বুকে। তুষারে ঢাকা এই জায়গাটি অবশ্য অনেকেই চেনেন না।



অ্যালটের দো চাও, ব্রাজিল



অ্যামাজনের সব চাইতে কাছের শহর এটি, অসাধারণ একটি সৈকত, তাই নয় কি?



হোটেল মউলিন দে রক, ফ্রান্স



অনেকেই নদীর তিরে একটি বাড়িতে থাকার স্বপ্ন দেখে থাকতে পারেন। তাদের জন্য এই স্থানটি সব চাইতে উপযুক্ত।



বিশপ ক্যাসেল, স্যান ইসাবেল ন্যাশনাল ফরেস্ট, র‍্যে, কলোরাডো



ছোটবেলার বিশপের গল্পের কথা মনে আছে? সেই বিখ্যাত জিম বিশপের তৈরি এই ক্যাসেলটি অনেক বেশি আকর্ষণীয় হতে পারে যে কোনো টুরিস্টের কাছে।



তথ্যসূত্র : View this link

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৮ ই জুন, ২০১৪ সকাল ১১:৩০

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: চমৎকার যতসব তথ্য। ধন্যবাদ।

২| ১৮ ই জুন, ২০১৪ সকাল ১১:৩৩

শরৎ চৌধুরী বলেছেন: এটা তো সরাসরি কপিপেষ্ট।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.