![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি কি জানি কী আমার লক্ষ্য পথের শেষ কোনখানে দূরাগত এক ঘন্টাধ্বনী তবু অবিরাম ভেসে আসে কানে। ভেবো না নিজেকে অনু থেকে অনু দীনস্য দীন সবার অধম আকাশ ডিঙ্গিয়ে ছুটে গিয়ে ধরো সূর্য যেখানে একা একদম। .............হাফিজ।
কয়েকমাস ধরে বিভিন্ন ব্যস্ততায় ব্লগে সময় দিতে পারিনি। আজকে ব্লগে ঢুুকেই দেখি!! একি!! মডারেশন স্ট্যাটাসের কাঁটাটা সবুজ ঘরে এবং আপনি একজন নিরাপদ ব্লগার।
উহ!! কিযে খুশি লাগতেসে। সে খুশিতে বলতে ইচ্ছা করতেসে ওরে কে কোথায় আছিস আমারে কেউ মাইরালা, কাইট্রালা, কোপাইয়া ভাসাইলা আর আমার প্রিয় সহ ব্লগার এন্ড ব্লগ কর্তৃপক্ষের জন্য কিছু খানা পিনার .................
২| ১০ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৯:০৩
হাসান মাহবুব বলেছেন: এত খুশি! শুভকামনা।
৩| ১০ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৯:১১
এমএম মিন্টু বলেছেন: হুম তা মিষ্টি কই
৪| ১১ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৩:০৭
প্রবাসী পাঠক বলেছেন: অভিনন্দন।
৫| ১১ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ৭:২৫
বলেছেন: হ্যাপি ব্লগিং
©somewhere in net ltd.
১|
১০ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৮:১৫
খেলাঘর বলেছেন:
আবারো ব্যস্ত হয়ে যান, একদিন ফেরেশতা ব্লগার হয়ে যাবেন।