নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অঁ

এক্সপেরিয়া

প্রযুক্তি সম্পর্কে জানতে আগ্রহী ।

এক্সপেরিয়া › বিস্তারিত পোস্টঃ

ওহ সিম্বিয়ান ..........

২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:১২

আমার নিক যদিও এক্সপেরিয়া কিন্তু আমি নকিয়ার ডাই হার্ড ফ্যান । বিশেষ করে সিম্বিয়ানের ।একটা সময় ছিল যথন সবাই সিম্বিয়ানের গুনগান বলত । কিন্তু সময়ের সাথে তাল মিলিয়ে চলতে হোঁচট খায় কেবল সময়োপযোগী সিদ্ধান্ত নিতে না পারায় ।



ক্লাসিক অপারেটিং হিসাবে সিম্বিয়ানের তুলনা নাই । এন্ড্রয়েড সব মোবাইল অথবা সস্তা চাইনীজেও পাওয়া যায় । কিন্তু সিম্বিয়ান পাবেন না কোন মার্কা মারা মোবাইলে । যেমন আপনি উইন্ডোজ পাবেন না কোন সস্তা মোবাইলে ।



নকিয়ার ই সিরিজ ছিল আমার সবচেয়ে প্রিয় । কিন্তু গত দুই বছরেও ই সিরিজের ফোন বের হয় নাই । আর কোন দিন বেরও হবেনা ।



কিন্তু নকিয়া কেন এই অপারেটিং সিস্টেম থেকে সরে আসল । তারা কি পারত না আশা সিরিজকে সিম্বিয়ানে এনে সাধারণের নাগালে আনতে । যেখানে জাভা সার্পোট করবে । কেননা আশা কিন্তু জাভা প্লাটফর্মের ।



কি জানি বাবা তারাই হয়ত আমার থেকে ভাল জানে ।

কিন্তু কষ্ট হয় আর সিম্বিয়ানের কোন চমক দেয়া মোবাইল আসবে না ।

আপনাদের কেমন লাগবে জানিনা । কারণ এখন সিম্বিয়ানের সমালোচক বেশী । কিন্তু আমার খারাপ লাগে ।

মন্তব্য ১৩ টি রেটিং +১/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:১৬

একজন ঘূণপোকা বলেছেন: |-) |-) |-)

২| ২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:২১

মদন বলেছেন: সিমবিয়ান ব্যবহার করে যত সহজ লাগতো অন্য কোনো সেট এতো সহজে ব্যবহার করা যেতো না। সত্যিই তাদের সিদ্ধান্তে ভুল রয়েছে। আশা করি এই সাইটটি দেখেছেন http://www.tabletbd.com/

৩| ২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:২২

এক্সপেরিয়া বলেছেন: ঘুম কেন ? @একজন ঘুণপোকা

৪| ২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:২৮

এক্সপেরিয়া বলেছেন: আসলেই সিম্বিয়ান খুব সহজেই ব্যবহার করা যেত । হ্যা , ওয়েব সাইটটিতে আগেও ঢুকেছি । ভালই হল যারা ট্যাব এদেশ থেকে কিনতে চায় তাদের জন্য লাভ হল । আশা করি নতুন নতুন ট্যাব এর দাম এবং ভাল মন্দ দিকও কিছুটা তুলে ধরবেন । @মদন

৫| ২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৪০

এক্সপেরিয়া বলেছেন: ধন্যবাদ

৬| ২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৪৩

শুভ্র বাঙ্গালী বলেছেন: সিম্বিয়ান থেকে আইওএস এ এসে থিতু হয়েছি । সামনে হয়তো এন্ড্রয়েড এই শেষ ভরসা ।

৭| ২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৪৭

এস বাসার বলেছেন: আমিও কিন্তু আপনার সাথে একমত।

৮| ২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৪৯

দি সুফি বলেছেন: যখন আইওএস বা এন্ড্রয়েড ছিল না, তখন সিম্বিয়ানই ছিল আমাদের সবকিছু। এখন নকিয়ার বাজার খারাপ, তাই তারা সিম্বিয়ান থেকে সরে যাচ্ছে।

৯| ২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৫০

এস বাসার বলেছেন: আমিও কিন্তু আপনার সাথে একমত।

১০| ২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৫৮

ইয়াংিক বলেছেন: সিম্বিয়ান আসলেই লিজেন্ড। আমি এখনো ব্যাবহার করি।

১১| ২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:০২

অস্তিত্বহীন বলেছেন: "এন্ড্রয়েড সব মোবাইল অথবা সস্তা চাইনীজেও পাওয়া যায় । কিন্তু সিম্বিয়ান পাবেন না কোন মার্কা মারা মোবাইলে । যেমন আপনি উইন্ডোজ পাবেন না কোন সস্তা মোবাইলে ।"
@লেখকঃ এন্ড্রয়েড অপারেটিং সিস্টেম ফ্রী এবং সিম্বিয়ান ২০০৮ এর আগে ওপেন সোর্স ছিল না। কিন্তু iOS AND ANDROID OS এর আগেই বাজারে জনপ্রিয়তা পেয়েছে এবং ANDROID OS ছিল ফ্রী যার কারনে সস্তা চাইনীজেও পাওয়া যায়।

১২| ২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:২৩

এক্সপেরিয়া বলেছেন: @অস্তিত্বহীন - সিম্বিয়ান ফাউন্ডেশন এ অন্তর্ভুক্ত সবাই এটি ব্যবহার করতে পারত । iOS কিন্তু ওপেন সোর্স না ।এটির কিছু সমস্যা আছে । যেমন আগে এটি দিয়ে ওয়াইফাই ছাড়া ভিডিও কল হতনা । ব্লুটোথ এ ঝামেলা । আলাদা মেমোরি সাপোর্ট করেনা ।
কিন্তু এই আমেরিকায় এগুলো ছাড়াও চলা যায় । উইন্ডোজ একটি হার্ড অপারেটিং সিস্টেম । যেটি কম দামি কনফিগারেশই সাপোর্ট করেনা । এরও আগে সমস্যা ছিল এক্সট্রা মেমোরি সাপোর্ট না করার । আর এন্ড্রয়েডকে ২০০৮ ওপেন সোর্স করার ফলে এটি খুব সহজলভ্য হয় । কারণ এটিকে যেমন খুশী তেমন স্টাইলে ব্যবহার করা যায় বিধায় । এছাড়া ইউরোপে এর জনপ্রিয়তা কেবল কাস্টম রম ইউজ করা যায় বিধায় । যে যার মত ভিতরটা সাজিয়ে নেয় ।

১৩| ২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:২৫

এক্সপেরিয়া বলেছেন: আচ্ছা কেউ কি বলবেন যে কিভাবে মন্তব্য এর উত্তর দেয়া যায় ?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.