![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লক্ষ্য- ইউনানী ও আয়ুর্বেদিক চিকিৎসার প্রচার ও প্রসার
এম.বি.বি.এস/বি.ডি.এস ডাক্তারদের নামে যদি বলা হয় যে-
*এম.বি.বি.এস/বি.ডি.এস এ পড়ার কোনো সুযোগ-সুবিধা নেই অর্থাৎ পড়া-লেখার মান ভালো না।
*এম.বি.বি.এস/বি.ডি.এস ইন্টার্ণী ডাক্তাররা তো ইন্টার্ণী ভাতা পায় না।
*এম.বি.বি.এস/বি.ডি.এস পাশ করে কি হবে??চাকরীর অভাবে রাস্তায় রাস্তায় ঘুরবে।
*এম.বি.বি.এস/বি.ডি.এস ডাক্তাররা হচ্ছে হাতুড়ি ডাক্তার।
*এম.বি.বি.এস/বি.ডি.এস ডাক্তাররা তো বিসিএস দিতে পারবে না, তাদের সরকারী চাকুরীরও কোনো সুযোগ নেই।
*এম.বি.বি.এস/বি.ডি.এস পাশ করে উচ্চশিক্ষার কোনো সুযোগ নেই।
*এম.বি.বি.এস/বি.ডি.এস ডাক্তাররা গবেষণার কাজে অংশ নিতে পারে না।
*এম.বি.বি.এস/বি.ডি.এস ডাক্তাররা কিসের ডাক্তার??তারা তো চেম্বারে রোগীই পায় না!!!!!!!!!!
কি??পড়ে কি মনে হচ্ছে??
এবার যদি "এম.বি.বি.এস/বি.ডি.এস" এর বদলে "বি.ইউ.এম.এস/বি.এ.এম.এস" ব্যবহার করা হয় তাহলে??
হুম কোনো অসঙ্গতি চোখে পড়ছে না..ব্লগে ঠিকই তো লিখেছে তাইনা!!!??
এবার আসল কথায় আসি...
কেউ কোনো বিষয়ে না জানলে তার সেসম্পর্কে জানা দরকার বা উচিত যদি সে সেই বিষয়ে ভালো-মন্দ রায় দিতে চায়।
কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হলো, আমাদের দেশের বেশিরভাগ মানুষ এমনকি অনেক মেডিকেল পার্সন না জেনে না বুঝে ইউনানী-আয়ুর্বেদিক সম্পর্কে নেতিবাচক মন্তব্য করে বসেন, যা একদমই ঠিক না এবং আমরা এসব deserve করি না।।।
আমরা যারা বি.ইউ.এম.এস/বি.এ.এম.এস শিক্ষার্থীরা আছি আমরা প্রত্যেকে আমাদের অন্তরের অন্তস্থল থেকে চাইছি আমাদের সম্পর্কে মানুষের মনে জমে থাকা ভ্রান্ত ধারণাগুলো মুছে যাক এবং এই বিষয়ে আমরা সবার সাহায্যপ্রার্থী।
বিগত দিন/বছরগুলোর তুলনায় বর্তমানে ইউনানী-আয়ুর্বেদিক চিকিৎসা প্রতিষ্টান/চিকিৎসকগণ এযাবতকালের সর্বোচ্চ সুযোগ-সুবিধা পাচ্ছেন। বিশ্বাস না হলে স্বাস্থ্য অধিদপ্তরে যোগাযোগ করে দেখতে পারেন অথবা সরকারী ইউনানী ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজ ও হাসপাতাল এর ক্যাম্পাসে ঘুরে যেতে পারেন।
আজ ১০/০১/২০১৩ তারিখ থেকে "বি.ইউ.এম.এস/বি.এ.এম.এস" কোর্সে ২০১২-২০১৩ শিক্ষাবর্ষে অনলাইন ফরম বিতরণ শুরু হয়েছে। বিজ্ঞান বিভাগে ২০১১ বা ২০১২ শিক্ষাবর্ষে যারা এইচ.এস.সি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ তাদের উদ্দেশ্যে লিখছি- তোমরা যারা মেডিকেলে পড়ার অদম্য ইচ্ছা ছোটবেলা থেকে মনের মাঝে লালন করে এসেছ কিন্তু এবার মেডিকেলে ভর্তি পরীক্ষায় চান্স পাওনি তারা ইউনানী-আয়ুর্বেদিক চিকিৎসা সম্পর্কে খোজ করে দেখতে পারো তবে মনে রেখো "বি.ইউ.এম.এস/বি.এ.এম.এস" কোর্সে অনলাইন আবেদন এর শেষ তারিখ ২২/০১/২০১৩ ।
Click This Link
©somewhere in net ltd.