নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রথমত জানবো, দ্বিতীয়ত বাকি সবাইকে জানাবো সর্বশেষে সবাই মিলে সমাধানের চেষ্টা করবো।

সত্যবাদী যুবক

আর দশ জনের মতো আমিও একজন সাধারণ বাংলাদেশী। সাধারণ হলেও মনের সুপ্ত ইচ্ছা ছিল দেশের জন্যে কিছু করা। সেই জন্যেই লিখি লিখেই কিছু করার ইচ্ছা। শুরু করেছিলাম সাংবাদিকতা দিয়ে, তাই বলতে পারেন আমি একজন সাংবাদিকও।

সত্যবাদী যুবক › বিস্তারিত পোস্টঃ

তাসকিনকে অবৈধ করাই ছিল আইসিসি এর একমাত্র ইচ্ছা !

১৯ শে মার্চ, ২০১৬ রাত ১১:৪৫

###বোলিং অ্যাকশন সম্পর্কিত আইসিসির আইনের ২.২.৬ ধারায় বলা আছে, "ল্যাব পরীক্ষায় বোলাররা নির্দিষ্ট সেসব ডেলিভারিই করে দেখাবেন যে ডেলিভারির জন্য আম্পায়াররা তাকে সন্দেহ করেছেন।"
বি দ্রঃ কিন্তু মাঠের দুই আম্পায়ার তাসকিনকে নির্দিষ্ট কোন ডেলিভারির জন্য অভিযুক্ত করেননি।


পরীক্ষায় তাসকিনের স্টক ডেলিভারি ও ইয়র্কারে কোন সমস্যা পাওয়া না গেলেও তাঁর ৯ টি বাউন্সারের মধ্যে ৩ টিতে সমস্যা পাওয়া যায় বলে জানানো হয়েছে। অথচ নেদারল্যান্ডের সাথে ম্যাচে তাসকিন কোনো বাউন্সারই করেছিলেন না।

তারপরও তাসকিনের বাউন্সারে যদি সমস্যা থেকেও থাকে, আইসিসির নিয়ম অনুযায়ী এসব ক্ষেত্রে বলা আছে স্টক ডেলিভারির বাইরে অন্য ডেলিভারির জন্য বোলারকে সতর্ক করে দেয়াই সর্বোচ্চ ব্যবস্থা। সতর্ক করে দেয়ার পর যদি বোলার পরে আর কোন ম্যাচে এমন ভুল করেন তবেই ব্যবস্থা নেয়া যাবে।

তাসকিনের বোলিং অ্যাকশন নিয়ে মাঠের দুই আম্পায়ারের সন্দেহ থেকে শুরু করে ল্যাব পরীক্ষার পর নেয়া কোনো সিদ্ধান্তেই ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা নিজেদের নিয়ম নিজেরাই অনুসরণ করেনি।
আইসিসি তাদের প্রতিবেদনে ব্যাখ্যা দিয়ে বলে, "আরাফাত সানির বেশিরভাগ বলে কনুই ১৫ ডিগ্রির বেশি বাঁকে"তাসকিন সম্পর্কে বলা হয়, "তাসকিনের সব বল বৈধ নয়"।

মন্তব্য ১৭ টি রেটিং +৭/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ১৯ শে মার্চ, ২০১৬ রাত ১১:৫৯

মহা সমন্বয় বলেছেন: তাহলে নেক্সট টারগেট কি মুস্তাফিজ? মনের দঃখে

কি পরিমান যে অভিশাপ বের হচ্ছেরে ভাই । মনে হচ্ছে বেটাদের গলা টিপে ধরি..

২০ শে মার্চ, ২০১৬ রাত ১২:২৭

সত্যবাদী যুবক বলেছেন: আমরাই কিছু ৩মোড়ল ব্যাপারের পক্ষ্যে ভোট দিয়েছিলাম। দোষ কি শুধুই ওদের....?

২| ২০ শে মার্চ, ২০১৬ রাত ১২:১৯

তুহিন তারানা বলেছেন: যখন যে দলের যে প্লেয়ার ফর্মে থাকে, তখন সেই প্লেয়ার তাদের টার্গেট থাকে। না জানি এরপর মাশরাফিকে "অবৈধ ক্যাপ্টেন্সি"র দায়ে আজীবন নিষিদ্ধ করে দেবে !

২০ শে মার্চ, ২০১৬ রাত ১২:৩১

সত্যবাদী যুবক বলেছেন: অস্বাভাবিক কিছুই বলেননি। তবে আমাদেরকে অবশ্যই প্রতিবাদী ক্রিকেট বিশ্বকে সাথে নিয়ে এর প্রতিবাদ করা উচিৎ। আর কতো ?

৩| ২০ শে মার্চ, ২০১৬ রাত ১২:২৮

অগ্নি কল্লোল বলেছেন: Shame on ICC

২০ শে মার্চ, ২০১৬ রাত ১২:৪৪

সত্যবাদী যুবক বলেছেন: শুধু আইসিসি হবে কেন?
অন্যায় যে করে আর অন্যায় যে সহে দুজনেই তো সমান দোষে দোষী।

৪| ২০ শে মার্চ, ২০১৬ রাত ১২:৩৩

মুসাফির নামা বলেছেন: তেতো কথা বলতে চাইনা...

২০ শে মার্চ, ২০১৬ রাত ১২:৪৬

সত্যবাদী যুবক বলেছেন: শেখাতে হবে তো, না হলে কখনো আপনাআপনি বলে ?

৫| ২০ শে মার্চ, ২০১৬ রাত ১২:৫৪

ডা: শরীফুল ইসলাম বলেছেন: ইন্ডিয়া বড় দেশ কিন্তু তাদের মন খুব ছোট X(( X((

২০ শে মার্চ, ২০১৬ রাত ১২:৫৭

সত্যবাদী যুবক বলেছেন: আপনি তো তাও ছোট বলেছেন ।
আমার মতে ওদের ওইটুকুও(ছোট) নেই।

৬| ২০ শে মার্চ, ২০১৬ রাত ১:০০

Shikdar বলেছেন: গরীবের ঘরে সুন্দর বউ থাকলে মোড়লের নজর লাগে!!!
রাজ্জাক, তাসকিন, সানী... তারপর?
অন্য কেউ একাধারে জিতলে সমস্যা নেই
শুধু বাংলাদেশ মোড়লের মাথাব্যাথার কারণ হয়ে গেল!

২০ শে মার্চ, ২০১৬ রাত ১:০৬

সত্যবাদী যুবক বলেছেন: ক্ষমতা এমন একটা জিনিস যা শুধু অপেক্ষাকৃত দুর্বলের উপরই প্রদর্শিত হয়।

৭| ২০ শে মার্চ, ২০১৬ রাত ১:১৭

ক্লান্ত রিয়াদ বলেছেন: কিছুই বলার নেই, এগুলো হচ্ছে নিন্মস্তরের নোংরামি! শুধু দীর্ঘশ্বাস!

৮| ২০ শে মার্চ, ২০১৬ দুপুর ২:০৫

অবেলার পানকৌড়ি বলেছেন: মুস্তাফিজকে কিছু করতে পারবেনা কারন সে জুনিয়র ওয়াসিম আকরাম, মহম্মদ আমিরের খেতাব পেয়ে গেছে।

২০ শে মার্চ, ২০১৬ দুপুর ২:৫৭

সত্যবাদী যুবক বলেছেন: কথা সত্যি।

৯| ২০ শে মার্চ, ২০১৬ বিকাল ৪:২৫

বিদ্রোহী সিপাহী বলেছেন: আসলেই ভাই, খুবই নীচু স্তরের নোংরামি চাল দিল ছাগলের তিন নম্বর ছানা আই ছিঃ ছিঃ...

১০| ২০ শে মার্চ, ২০১৬ বিকাল ৫:১০

সত্যবাদী যুবক বলেছেন: তা যা বলেছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.