নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রথমত জানবো, দ্বিতীয়ত বাকি সবাইকে জানাবো সর্বশেষে সবাই মিলে সমাধানের চেষ্টা করবো।

সত্যবাদী যুবক

আর দশ জনের মতো আমিও একজন সাধারণ বাংলাদেশী। সাধারণ হলেও মনের সুপ্ত ইচ্ছা ছিল দেশের জন্যে কিছু করা। সেই জন্যেই লিখি লিখেই কিছু করার ইচ্ছা। শুরু করেছিলাম সাংবাদিকতা দিয়ে, তাই বলতে পারেন আমি একজন সাংবাদিকও।

সত্যবাদী যুবক › বিস্তারিত পোস্টঃ

ফেসবুকে লিখে স্বাধীনতা পুরষ্কার, ব্লগ লিখে মৃত্যু !

২০ শে মার্চ, ২০১৬ বিকাল ৪:৩১

আজ (রবিবার) সাহিত্যে বিশেষ অবদানের জন্য কবি নির্মলেন্দু গুণকে স্বাধীনতা পদক দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
গত ১০ মার্চ স্বাধীনতা পুরস্কার নিয়ে ক্ষোভ প্রকাশ করে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছিলেন নির্মলেন্দু গুণ।

প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে নির্মলেন্দু গুণ বলেন, ‘আমাকে উপেক্ষা করার বা সামান্য ভাবার বা তুচ্ছ জ্ঞান করার সাহস যার হয়, তাকে উপেক্ষা করার শক্তি আমার ভিতরে অনেক আগে থেকেই ছিল এবং আশা করি এখনও রয়েছে।’

নির্মলেন্দু গুণ বলেন, ‘জিয়ার সবই খারাপ বিবেচনায় জেনারেল জিয়ার বাকি সবকিছু পরিত্যাগ করলেও তাঁর প্রবর্তিত একুশে পদক ও স্বাধীনতা পদক প্রদান প্রথাটি শেখ হাসিনা ত্যাগ করেননি। ফলে এক পর্যায়ে ২০০০ সালে শেখ হাসিনার সরকার আমাকে একুশে পদকের জন্য মনোনীত করে। কিন্তু সেই পদক তিনি নিজহস্তে আমাকে প্রদান করে যেতে পারননি। ২০০১ সালের নির্বাচনে তিনি পরাজিত হন এবং ক্ষমতাপ্রাপ্ত হয়ে বেগম খালেদা জিয়া হাসিমুখে আমাকে ওই পদক প্রদান করেন।

***** ‘তারপর ১৫ বছর কেটে গেছে। এর মধ্যে আট বছর কেটেছে শেখ হাসিনার সরকারের। শেখ হাসিনা স্বাধীনতা পদকের মুলোটি আমার নাকের ডগায় ঝুলিয়ে রেখেছেন। কিন্তু দিচ্ছেন না। উনার যোগ্য ব্যক্তির তালিকা ক্রমশ দীর্ঘ হতে হতে আকাশে পৌঁছেছে। কিন্তু সেইখানেও আমার স্থান হচ্ছে না।’



এবার আসুন ব্লগারদের কথাতে,
কোন তেল না দিয়ে তারা সত্যি কথা লিখে বলেই মনে হয় তাদেরকে জীবন দিয়ে তার প্রতিদান দিতে হয়। তাদের হত্যার বিচার পর্যন্ত হয়না!

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২০ শে মার্চ, ২০১৬ বিকাল ৫:০০

নুর ইসলাম রফিক বলেছেন: কারো আস্থাভাজন হতে হলে আগে তেলবাজী জানতে হবে।
আর যদি তেলবাজী না করে উল্ট সমালোচনা করেন তব তো তিরস্কার নিশ্চিত।

২| ২০ শে মার্চ, ২০১৬ বিকাল ৫:১৬

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ভুল বলেননি। নির্মলেন্দু গুন স্বাধীনতা পদক পাবেন, সেটা তাঁর যোগ্যতার বলে। ঠিক আছে। কিন্তু ব্লগাররা খুন হবেন এবং তার কোন বিচার হবেনা এটা ব্লগারদের কোন্ অযোগ্যতার কারণে, আমি বুঝতে অক্ষম।

৩| ২০ শে মার্চ, ২০১৬ বিকাল ৫:৫০

কল্লোল পথিক বলেছেন:






ফেসবুক বা ব্লগ বড় কথা নয়।কথা হচ্ছে লেখনী শক্তি।

৪| ২০ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৩১

অগ্নি কল্লোল বলেছেন: ব্লগাররা সত্যি অনিরাপদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.