নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাষণ

সাব্বির আহমেদ ভাষন

একটু বেশি ভাবি।স্বপ্ন দেখতে ভালবাসি আর ভালবাসি গান শুনতে।পড়াশোনা যা হয়েছে হয়তো বা অনেক, বাকিটা চেষ্টা চলছে।ভালবাসি নিজেকে,ভালবাসি বই পড়তে।এই আমি এই আমার পৃথিবী.........

সাব্বির আহমেদ ভাষন › বিস্তারিত পোস্টঃ

ভালোবাসার মাপকাঠি

০৩ রা এপ্রিল, ২০১৫ রাত ১:১৯

আচ্ছা ভালোবাসাকে কি টাকার অঙ্কে পরিমাপ করা যায়?

কেউ বলবে হয়তো সম্ভব, আবার কেউ বলবে সম্ভব নয়।বর্তমান কালটা এমন জায়গায় এসে মিলিত হয়েছে যে, এখন টাকা ছাড়া কিছুই কল্পনা করা যায় না।হাটতে গেলে টাকা লাগে,বসতে গেলে টাকা লাগে।কি করা যায় না টাকা দিয়ে?

তবে হ্যা, পৃথিবীর কিছু উপলব্ধি আছে যা টাকা দ্বারা কেনা বা পরিমাপ করা সম্ভব নয়।যদিও নিস্বার্থ ভালোবাসা পাওয়াটা এখন দুষ্কর হয়ে পড়েছে।কেঊ লোক দেখানো ভালোবাসে, কেঊ মানুষ ঠকানো ভালোবাসে।আবার, কেউ টাকার লোভে ভালোবাসে।আর, এ জন্যই আজ অবধি কেঊ ভালোবাসার প্রকৃত ব্যাখা খুজে পায় নি।

কথা হচ্ছে, এই যে ভালোবাসতে গিয়ে পাওয়া কষ্টের সীমাহীনতার পর ও মানূষ ভালোবাসতে চায়, ভালোবাসার মানূষের কাছে ছুটে যায় শত কষ্টের চুড়ার বন্ধুতা পেরিয়ে কিছু সুখের আশায়, কিছু ভালোবাসার আশায়।
ভালোবাসার সার্থকতা বুঝি এখানেই........................।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.