নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাষণ

সাব্বির আহমেদ ভাষন

একটু বেশি ভাবি।স্বপ্ন দেখতে ভালবাসি আর ভালবাসি গান শুনতে।পড়াশোনা যা হয়েছে হয়তো বা অনেক, বাকিটা চেষ্টা চলছে।ভালবাসি নিজেকে,ভালবাসি বই পড়তে।এই আমি এই আমার পৃথিবী.........

সাব্বির আহমেদ ভাষন › বিস্তারিত পোস্টঃ

হঠাৎ সেদিন

০১ লা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৪২

কি অদ্ভুত!

দিয়ার সাথে ব্রেকাপের প্রায় ৪ বছর পর আজ হঠাৎ দেখা হয়ে গেলো রুদ্রর! দিয়া বলেছিলো, তোর মুখ যেন আমি আর না দেখি! এই ভাঙ্গা আয়নার মত মুখ নিয়ে আর আমার সামনে আসবি না।তোর চেহারা দেখলে পাপ হবে, ক্ষতি হবে!

দিয়া প্রায় পাশ কাটিয়ে চলেই যাচ্ছিল।কি যেন মনে করে বলে উঠলো রুদ্র, "কেমন আছো?"

দিয়াঃ এইত আছি ভালোই।তুমি?

রুদ্রঃ আমি? কি মনে হয়? কেমন থাকতে পারি?

দিয়াঃ কি জানি! কেমনে বলবো।আর মানুষ কে বোঝার মত ক্ষমতা অনেক আগেই হারিয়ে ফেলেছি।এখন কাউকেই বুঝি না ইনফেক্ট বুঝার চেষ্টা করি না।

রুদ্রঃ ও আচ্ছা। আমাকে কখনো বোঝার চেষ্টা করেছো তুমি?

দিয়াঃ হাসালে! তোমার লজ্জা করে না এ কথা বলতে! তুমি আমাকে বুঝেছো কখনো?

রুদ্রঃ অনেক করেছি।কিন্তু তোমাকে বুঝতে পারাটা আমার সাধ্যের বাইরে ছিলো।তুমি কেমন যেন!

দিয়াঃ আমি কেমন জানি? তোমার অবহেলা আমাকে আস্তে আস্তে এই কেমন জানি করে ফেলেছে।তোমার সাথে থাকা প্রত্যেক টা দিনের অবহেলা আমাকে দুমড়ে মুচড়ে ভেঙ্গে ভেঙ্গে এই দশায় পতিত করেছে।

রুদ্রঃ তোমার অবহেলার পরিমান ও কম ছিলো না।

দিয়াঃ অত্যন্ত তোমার মত কাপুরুষতার পরিচয় আমি দেই নাই।মাঝ পথে তুমি আমাকে ফেলে চলে গিয়েছিলে। কিছুই ভুলি নি আমি।ভোলা সম্ভব ও না।

রুদ্রঃ একটু ভুল হয়েছিলো আমার।আর এক বার সুযোগ কি পেতে পারতাম না এই ভুল সংশোধনের জন্য?

দিয়াঃ অনেক সময় অতিবাহিত হয়ে গিয়েছিলো।আর সূযোগ ছিলো না সঠিক পথে নিয়ে আসার।

রুদ্রঃ বাদ দাও এ সব। এ দিকে কোথায় এসেছিলো?

দিয়াঃ একটু মার্কেটে।।

...একা এসেছো দিয়া কে প্রশ্ন করতে করতে পিছন দিক থেকে ২ বছরের একটা বাচ্চা আম্মু বলে ডেকে উঠলো। রুদ্র আরো দেখলো দিয়ার হাসবেন্ড ও দাঁড়িয়ে আছে পাশে।

এদিকে রুদ্র অনুভব করলো একটি নরম হাত তার হাত স্পর্শ করেছে।মুখ ফিরিয়ে নিতেই দেখলো তার স্ত্রী নিতু তার হাতটি ধরে আছে।

রুদ্র আর দিয়া দুইজন ই দু'দিকে চলতে লাগলো দু'জনের আপন গন্তব্যে অন্য কারো হাত ধরে, অন্য কোন স্বপ্নের আশায়।

চারদিক ঘন অন্ধকারের আবরনে ঢাকা পড়তে লাগলো.......

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০১ লা সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৬:০১

চাঙ্কু বলেছেন: আহারে!! ব্রেক করলেই হৃদয় পোড়ে!!

২| ০১ লা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৮:৩৭

আকিব হাসান জাভেদ বলেছেন: পুরনো স্মৃতি মনে না রাখায় ভালো । না হয় রিদয় পোড়ে ছাই হবে । সবার জিবনের সময়টা একটা ব্রেক আপে যায় ।

৩| ০১ লা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:০৮

রাজীব নুর বলেছেন: বুঝতে পেরছি- বাস্তব লিখেছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.