নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাষণ

সাব্বির আহমেদ ভাষন

একটু বেশি ভাবি।স্বপ্ন দেখতে ভালবাসি আর ভালবাসি গান শুনতে।পড়াশোনা যা হয়েছে হয়তো বা অনেক, বাকিটা চেষ্টা চলছে।ভালবাসি নিজেকে,ভালবাসি বই পড়তে।এই আমি এই আমার পৃথিবী.........

সাব্বির আহমেদ ভাষন › বিস্তারিত পোস্টঃ

অন্ধকার গলির মোড

০৭ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৪:২৮

...শুক্রবারের সন্ধ্যা মানে ই মিরপুর ১ এর মার্কেট গুলোতে উপচে পড়া ভীড়। মসজিদ মার্কেটের পাশ দিয়ে চলে গেছে স্ট্রিট ফুডের বাহারী লাইন।মনে হয় যেন এক টুকরো স্বর্গ! অবশ্যই স্ট্রিট ফুড লাভারদের কাছে এক প্রকার স্বর্গ ই।

খানিক বাদে সামির বলে উঠলো, "দোস্ত তুই একটু দাড়া, আমি কয়েকটা খেতাপূরী কিনে নিয়ে আসি।ঈদগাহের মাঠে বসে জম্পেস মজা করে খাওয়া যাবে।"

এত লোকের ভীড় আর ধাক্কাধাক্কি এড়াতে ভাবলাম একটু সরে গিয়ে দাঁড়াই। পাশে দাড়াতে গিয়ে দেখি "লাবন্য" দাঁড়িয়ে আছে। মুখ টা লুকিয়ে যেই চলে যেতে চাইলাম পিছন থেকে সেই অতিপরিচিত আর মায়াময়ী কন্ঠের ডাকটা কানে আসলো "নীলয়...!!"

ডাকটা শুনে আমি যেন খানিকটা সময়ের জন্য স্তব্ধ হয়ে গেলাম।অল্প সময়ের জন্য মনে হয় পৃথিবী থমছে আছে।আমি দাঁড়িয়ে আছি এক শুন্য বালুর গহিন চরে।

লাবন্যর দিকে তাকাতে ই সেই মূল্যবান পাচটি বছরের প্রেমের কত না স্মৃতি মনের কোণে নাড়াচাড়া দিয়ে উঠলো।

কত প্রেম! কত বিরহ! কত ভালোবাসার কবিতা-গল্প উকি দিলো মনের জানালায় সে কথা আর নাইবা লেখা হলো। এক রাশ সমদ্রের জলরাশির মত ভাসিয়ে দিয়ে গেল তার হাতে রাখা আমার হাত এর স্মৃতি।

কাছে গিয়ে জিজ্ঞাসা করলাম, "কেমন আছো?
লাবন্য মিষ্টি হেসে বললো ভালো ই।
লাবণ্য তার পাশে থাকা লোকটি কে দেখিয়ে বললো, আমার বর!"

লাবন্য কে হঠাৎ দেখে যতটা না কষ্ট পেয়েছিলাম। বর এর সাথে ওকে দেখে তার চেয়ে বেশি কষ্ট লাগছিলো।

ততক্ষনে সামির এসে হাজির।অপরিচিত দুইজন মানুষ কে দেখে কিছুটা ভ্যাবাচ্যাকা খেয়ে বলে উঠলো, "খেতাপূরী কি আরো কয়েকটা আনবো?"
লাবন্য বলে উঠলো, না না ভাইয়া দরকার নাই।আমরা এখন ই চলে যাবো।

বিদায় বলে লাবন্য ভীড়ের মাঝে হারিয়ে গেল।যেই ভীড়ের মাঝ থেকে এসেছিলো সেই ভীড়ের তীব্র জলের জলোচ্ছ্বাসে বিলীন হয়ে গেল.....!

আমরা দুই বন্ধু অন্ধকার গলির মাঝ থেকে হাটতে লাগলাম।জলে ভরা ঝলঝল দু'টি চোখ আর কেউ দেখতে পেল না...........

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৭ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৩০

হাবিব বলেছেন: ছেলে গুলো আজ চাকরি পায় না বলে কি তাদের প্রেমিকারা বসে থাকবে? গল্পের নায়কের প্রতি সমবেধনা।

২| ০৭ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:০০

নষ্টজীবন® বলেছেন: ভালো লাগা জানবেন, সুন্দর লিখেছেন

৩| ০৭ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:০৩

বিচার মানি তালগাছ আমার বলেছেন: চিরন্তন নিয়ম অনুযায়ী ব্রেক আপের পর বিয়ে হবে সেটাই স্বাভাবিক। চোখ ছলছল বা ঝলঝল করার কিছু নেই...

৪| ০৭ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:১৭

রাজীব নুর বলেছেন: আহারে-----

৫| ০৭ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:১৭

রাজীব নুর বলেছেন: আহারে-----

৬| ০৮ ই অক্টোবর, ২০১৮ সকাল ১০:২৮

রূপক বিধৌত সাধু বলেছেন: বেদনার।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.