নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাষণ

সাব্বির আহমেদ ভাষন

একটু বেশি ভাবি।স্বপ্ন দেখতে ভালবাসি আর ভালবাসি গান শুনতে।পড়াশোনা যা হয়েছে হয়তো বা অনেক, বাকিটা চেষ্টা চলছে।ভালবাসি নিজেকে,ভালবাসি বই পড়তে।এই আমি এই আমার পৃথিবী.........

সাব্বির আহমেদ ভাষন › বিস্তারিত পোস্টঃ

করোনা রম্য

২৪ শে মার্চ, ২০২০ সন্ধ্যা ৭:৪১

ভাইরাস কমিউনিটির বিশাল একটা মিটিং বসেছে। এই মিটিং এর নেতৃত্ব দিচ্ছেন সব চেয়ে ভয়ংকর নেতা মিস্টার করোনা ভাইরাস। মিটিং শুরু হওয়া মাত্র করোনা সাহেব খ্যাক করে একটা কাশি দিয়ে সবার মনোযোগ আকর্ষন করলেন।

'ভাইসব, আপনারা জানেন বিশ্বে আমার কি দাপট চলছে। সবাই আমার গুনগানে মগ্ন। আমাকে দমিয়ে রাখতে সবাই ব্যর্থ! ইটালি-স্পেন-ইরান-চীন সব আমার কথায় নাচতেছে। কিন্তু দুংখের সাথে একটা কথা শেয়ার করতেছি, গিয়েছিলাম বাংলাদেশে, কেউ আমাকে পাত্তা দেয় নাই। সবার আমার সাথে ইয়ার্কি-ঠাট্টা করে৷

একটা চা এর দোকানের পাস দিয়ে যাচ্ছিলাম। দেখি কয়েকজন লোক বসে আছে। কেউ আমাকে নিয়ে ভাবছে ই না। যে যার মত চা খাচ্ছে। এক বিড়ি চারজনে ভাগ করে খাচ্ছে৷ আর বলতেছে, আরে করোনা ভাইরাস হলো মিডিয়ার সৃষ্টি। এমন কোনো রোগ নাই। কিছু মানুষ ভয় দেখানোর জন্য এমন কথা ছড়াচ্ছে। এ কথা শুনে আমি মনঃক্ষুন্ন হয়ে হাটা শুরু করলাম।

খানিক বাদে গেলাম শপিং মল গুলোতে সেখানে ও দেখি একই চিত্র। মানুষ মনের সুখে শপিং করতেছে, কেউ আমাকে পাত্তা ই দেয় না।

মনের দুংখে, বস্তিতে গেলাম কিছু মানুষ কে ভয় দেখানোর জন্য। 'ও মা, এরা দেখি রীতিমত রাজার মত ঘুরতেছে৷ বিন্দুমাত্র ভয় ডর নাই। আমি যে এত মানুষ মারতেছি তাদের মনে এ নিয়ে কোনো হায় আপসোস নাই৷ এসব জিনিস দেখে আমার একটু মন খারাপ হলো এবং সিদ্ধান্ত নিলাম এদেশের যে শ্রেনীর মানুষ বেশি তাদের আক্রমন করবো৷ দেখি এদেশের মানুষ হুজুরদের প্রচুর কদর করে। তাদের হাবভাব বুজার জন্য কয়েকজন হুজুরের কাছাকাছি গেলাম। এরা আমাকে দেখে প্রচুর খুশি৷ আমি নাকি এদের কোনো ক্ষতি করবো না। ক্ষতি করবো অন্য ধর্মের মানুষের! কিন্তু এরা তো জানে না, আমি ধর্ম কর্ম করি না আবার মানি ও না৷ আমি সবার জন্য ভয়ংকর৷ এদের কথা শুনে অনেক ক্ষন হাসলাম...

তারপর সিদ্ধান্ত নিলাম দেশের হর্তাকর্তারা আমাকে নিয়ে কি ভাবে সেটি দেখে আসি৷ এদের কাছাকাছি গিয়ে আমি তো আরো অবাক! এরা আমাকে গোনায় ই ধরে না। আমি নাকি তাদের থেকে ও কম ভয়ংকর! তাদের কিছু নেতারা আমাকে ডিনারের আমন্ত্রন করেছিল, ভাবছি এক বার গিয়ে তাদের বাসা থেকে ঘুরে আসবো৷ কয়েক্টা নেতা কে আমার পছন্দ হইছে। একটা নেতা তো আমাকে নিয়ে স্লোগান ও বের করেছে। উনাকে নিয়ে আমার বিশেষ প্লান আছে। তবে, বিশেষ করে একজন লোককে আমার বেশি পছন্দ হইছে৷ কি যেন বলে সবাই উনাকে, ও হ্যা স্বাস্থ্যমন্ত্রী নাকি কি যেন। চিন্তা করছি উনাকে করোনা ডি'ওর উপাধি দিবো৷ উনার সাথে হ্যান্ডশেক করবো, মোলাকাত করবো। আশা করি এই বিশ্ব-জয়োৎসবে সব ভাইরাস ভাইদের কে পাশে পাবো। এই বলে আজকের মিটিং এখানে শেষ করছি.....'


একথা বলা শেষ হওয়া মাত্র ই বিশাল করো তালির শব্দে মঞ্চ কেপে উঠলো৷ সবাই সম স্বরে বলে উঠলো, "সহমত করোনা ভাই" আমরা আছি তোমার পাশে। আমার ভাই, তোমার ভাই করোনা ভাই, করোনা ভাই....

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৪ শে মার্চ, ২০২০ সন্ধ্যা ৭:৫২

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: সময় দেখার জন্য ঘড়ির দিকে তাকালে আরো ভালো হতো।

সকলকে সর্তক করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ।

২| ২৪ শে মার্চ, ২০২০ রাত ১০:০১

রাজীব নুর বলেছেন: যে দেরি আমাদের হয়েছে সে দেরি যেনো বাংলাদেশের মানুষের না হয়।নিউ ইয়র্কে ঘন্টায় একজন মানুষ মারা যাচ্ছে করোনা আক্রান্ত হয়ে, পুরো শহর লকড ডাউন। নিউইয়র্ক অঙ্গরাজ্য ২২ মার্চ (রোববার) রাত আটটা থেকে বন্ধ। পুলিশের গাড়ি আর অ্যাম্বুলেন্সের সাইরেন শোনা যাচ্ছে। নিউ ইয়র্কে ১৬৯০০ তে এসে দাঁড়িয়েছ আক্রান্তের সংখ্যা। মৃত্যুর সংখ্যা ১২৮।

৩| ২৪ শে মার্চ, ২০২০ রাত ১১:৪১

নেওয়াজ আলি বলেছেন: ভালো । নিজে সচেতন হই। অন্যকে সচেতন করি।

৪| ২৫ শে মার্চ, ২০২০ রাত ২:২৪

শের শায়রী বলেছেন: এই দেশের পরিপ্রেক্ষিতে করোনা আসলেই রম্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.