নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাষণ

সাব্বির আহমেদ ভাষন

একটু বেশি ভাবি।স্বপ্ন দেখতে ভালবাসি আর ভালবাসি গান শুনতে।পড়াশোনা যা হয়েছে হয়তো বা অনেক, বাকিটা চেষ্টা চলছে।ভালবাসি নিজেকে,ভালবাসি বই পড়তে।এই আমি এই আমার পৃথিবী.........

সাব্বির আহমেদ ভাষন › বিস্তারিত পোস্টঃ

চাল চোর শিহাব

১৯ শে এপ্রিল, ২০২০ বিকাল ৩:১২

করোনার জন্য দেশে প্রচন্ড অনাহার লেগেছে। দেশে বেকারের হার প্রচুর বেড়েছে। বেড়েছে চুরি-ডাকাতি সহ অনেক অপকর্ম। মানুষ এ বেলা খেতে পায় তো আরেক বেলা না খেয়ে থাকে।সরকার থেকে প্রচ্চুর টাকা বরাদ্ধ করা হয়েছে রিলিফের জন্য।

শিহাব এলাকার চেয়ারম্যান হওয়ার সুবাদে তার ইউনিয়নের রিলিফের দায়িত্ব তার কাধে পড়েছে। শিহাব রকিং চেয়ারে দুলতে দুলতে হিসাব মেলাতে ব্যস্ত কত টাকা ঝেড়ে দেওয়া যাবে। শিহাবের দুইজন খাস লোক মিজান আর বরকত।

হঠাৎ করে রুমে মিজান প্রবেশ করল,' ভাই রিলিফের দুইটা গাড়ি আসছে চাল আর তেল বোঝাই করে৷ কি করব?'

শিহাব সব কিছু গুদামে রাখতে নির্দেশ দিলো মিজান কে। আর বলে দিলো, এলাকার ১০-১৫ জন গরীব কে ডেকে এনে ৫ কেজি করে চাল দিতে। মিজান তেলের কথা জিজ্ঞাসা করাতে শিহাব কড়া ভাষায় জানালো, "সব যদি গরীবদের দিয়ে দেই আমরা বাচবো কেমনে? যা বলছি তাই কর।"

একদিন হুট করে এলাকায় খবর রটে গেল শিহাবের চাল-তেল চুরির কাহিনী। মিজান আর বরকত এসে শিহাব কে সমস্ত বিষয় জানালো এবং যে কোনো সময় পুলিশ আসতে পারে সে কথা ও জানালো।

পুলিশ এসে সারা বাড়ি, গুদাম তল্লাসী করতে লাগলো কিন্তু কিছুই পাচ্ছে না। ফলে পুলিশ চলে যাওয়া সিদ্ধান্ত নিলো। শিহাবের বাসার পাশে ই গরুর ফার্ম আর গরু জন্য কিনে রাখা এক ঘর ভর্তি ধানের নারা৷

রেড দিতে আসা এক পুলিশ কি যেন মনে করে তাদের স্যার কে বলল ঐ গরুর খাবারের ঘরে তল্লাসী করতে। প্রথমে রাজি না হলে ও পরে গরুর খাবারের ঘর তল্লাসী শুরু করলো পুলিশ। খড়ের নারা সরিয়ে পুলিশ অবাক হয়ে দেখলো নারার নিচে বস্তা বস্তা চাল আর তেলের ক্যান। তৎক্ষনিক শিহাবের মুখ চোখ শুকিয়ে গেল....

পরের দিন দেশের সকল সংবাদ পত্র এবং টিভি নিউজে সংবাদ এলো, " ৪০০ বস্তা চাল আর ১০০ ক্যান তেল সহ ইউপি চেয়ারম্যান গ্রেফতার।"

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৯ শে এপ্রিল, ২০২০ বিকাল ৩:৩২

নেওয়াজ আলি বলেছেন:

২| ১৯ শে এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৬:৪০

রাজীব নুর বলেছেন: কানা কে কানা বলতে হয় না। লেংড়া কে লেংড়া বলতে হয় না।

৩| ১৯ শে এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৭:১৮

রানা আমান বলেছেন: সবসময় একই হাল
কখনো কম্বল, কখনো চাল
৭৪ থেকে ২০ সাল ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.