নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাষণ

সাব্বির আহমেদ ভাষন

একটু বেশি ভাবি।স্বপ্ন দেখতে ভালবাসি আর ভালবাসি গান শুনতে।পড়াশোনা যা হয়েছে হয়তো বা অনেক, বাকিটা চেষ্টা চলছে।ভালবাসি নিজেকে,ভালবাসি বই পড়তে।এই আমি এই আমার পৃথিবী.........

সাব্বির আহমেদ ভাষন › বিস্তারিত পোস্টঃ

জুই এর প্রেমিক

২০ শে এপ্রিল, ২০২০ দুপুর ১:২৪

বয়ফ্রেন্ডের সাথে কয়দিন ধরে জুই এর মন কষাকষি চলছে। গত ১০ দিন ধরে যোগাযোগ বন্ধ। গতকাল রাতে বয়ফ্রেন্ডের কথা মনে পড়াতে একটু ও ঘুমাতে পারে নি জুই। ফজরের আযানের পর একটু ঘুম আসলে জুই চোখ বন্ধ করে, ঘুম ভেঙ্গে দেখে ঘড়িতে ১২ টা বাজে। মাথায় প্রচন্ড ব্যাথা করছে। ক্ষুধা ক্ষুধা ভাব নিয়ে হোস্টেলের ডাইনিং এ গিয়ে খাবার না পেয়ে বিরক্ত জুই সিদ্ধান্ত নিলো বাইরে গিয়ে খাবে।

বাইরে বের হয়ে দেখে রাস্তায় একটা ও রিক্সা নাই। কয়েক মিনিট পরে একটা সিএনজি আসলো। জুই কে জিজ্ঞাসা করলো, "আফা কই যাবেন?"
বিরক্ত জুই উত্তর দিলো, "জাহান্নামে যাবো,যাবা?"
সিএনজি ওয়ালা অবাক হয়ে বললো," আফা, জাহান্নামের রাস্তাটা চিনি না। চিনিয়ে নিয়ে গেলে যাবো। "

জুই আরো বিরক্ত হয়ে গেল এবং রিক্সা না নিয়ে ই রেস্টুরেন্টের দিকে হাটতে শুরু করলো।

সিট না পেয়ে রেস্টুরেন্টের এক কোনায় গিয়ে বসল সে। কিছুক্ষন পর পরিচিত একটা ভয়েসের কথাবার্তা তার কানে আসতে লাগল৷ গভীর মনোযোগে ধরতে চেষ্টা করলো কার ভয়েস এটা!? একটু পর খেয়াল করলো এটা তার বয়ফ্রেন্ডের ভয়েস। "ও এখন কি করে এখানে? নিজেকে নিজে জিজ্ঞাসা করলো জুই?" একটু আড়ালে গিয়ে দেখলো তার বয়ফ্রেন্ড একটা মেয়ে কে নিয়ে রেস্টুরেন্টে এসেছে। মেয়েটিকে আদর করে খাইয়ে ও দিচ্ছে৷ প্রচন্ড মেজাজ খারাপ হলো জুই এর।

জুই ব্যাগ থেকে ফোন বের করে ফোন করলো।ফোন রিসিভ করার সাথে সাথে জুই জিজ্ঞাসা করলো, ' তুই কই? '

বয়ফ্রেন্ড বলল, "আমি বাসায়। ওযু করতেছি। একটু পরে নামাজ পড়বো?"

জুই কোথায় আছে সেটা জানতে চাইলে জুই উত্তর দিলো, " আমি ওযুর লাইনে তোর পিছনে দাড়িয়ে আছি। ওযু খানা থেকে তাড়াতাড়ি বের হ!"

ফোন কেটে দেয়ার পর রেস্টুরেন্টের পিছনে জুই কে দেখে মূর্ছা গেল হতভাগা জনৈক বয়ফ্রেন্ড!

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২০ শে এপ্রিল, ২০২০ দুপুর ১:৩৯

নেওয়াজ আলি বলেছেন: ভালো লাগলো লেখা। ।

২| ২০ শে এপ্রিল, ২০২০ বিকাল ৩:২১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
বাহ !! দারুন করোনা রঙ্গ!!
আমার মনে হয় করোনাকেও
এত ভয় পাবেনা প্রেমিকবর

৩| ২০ শে এপ্রিল, ২০২০ বিকাল ৩:৫৭

রাজীব নুর বলেছেন: বাস্তব অভিজ্ঞতা থেকে লিখলেন নাকি?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.