নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাষণ

সাব্বির আহমেদ ভাষন

একটু বেশি ভাবি।স্বপ্ন দেখতে ভালবাসি আর ভালবাসি গান শুনতে।পড়াশোনা যা হয়েছে হয়তো বা অনেক, বাকিটা চেষ্টা চলছে।ভালবাসি নিজেকে,ভালবাসি বই পড়তে।এই আমি এই আমার পৃথিবী.........

সাব্বির আহমেদ ভাষন › বিস্তারিত পোস্টঃ

শারমিনের বিয়ে!

২৩ শে এপ্রিল, ২০২০ দুপুর ১:১২

শারমিন কোনো ভাবেই বাবা-মা কে বুজাতে পারছে না তার বিয়ের বয়স হয়েছে। শারমিন প্রত্যেক দিন সকাল-দুপুর-রাতে এক বার করে আম্মুর কানের কাছে বিয়ে নিয়ে ঘ্যানোর ঘ্যানোর করে। আম্মু শুধু বলে সময় আসুক বিয়ে দিবো, তুই টেনশন করিস না৷

দেখতে দেখতে শারমিনের সব গুলো বান্ধবীর বিয়ে শেষ। বান্ধবী সমাজে আড্ডা দিতে গেলে সে নিজেকে এলিয়েন ভাবে৷ এর হ্যাসবেন্ড এমন, ওর হ্যাসবেন্ড তেমন এগুলো নিয়েই আড্ডা হয় ফলে শারমিন আড্ডায় কোনো ভাবে ই থাকতে পারে না।

কোনো ভাবেই যখন বিয়ে করতে পারছে না। হঠাৎ শারমিন অসুস্থ হয়ে পড়ে। যত ডাক্তারের কাছেই তাকে নিয়ে যাওয়া হয় তার রোগ সারছে না। দিন দিন সে আরো অসুস্থ হয়ে পড়ছে। শেষমেশ শারমিনের এক বন্ধু মাহবুব পরামর্শ দিলো, শারমিন কে এক তান্ত্রিকের কাছে নিয়ে যাওয়ার৷ তান্ত্রিক টা নাকি অনেক ভালো। মাহবুবের পরিচিত ও।

মাহবুবের পরামর্শ মত শারমিন কে তান্ত্রিকের নিকট নেয়া হলো৷ তান্ত্রিক অনেক ক্ষন দেখে শুনে বললেন, ওর উপরে দুষ্ট গ্রহের রাহু ভর করেছে। একটা মাত্র রাস্তা খালি আছে। যদি আগামী ১৫ দিনের মাঝে ওকে বিয়ে দিয়ে দেন তাইলে ই এই রাহুর দৃষ্টি হতে রক্ষা হবে।

তান্ত্রিকের কাছ থেকে এসে শারমিনের বাবা ঐ সপ্তাহের মাঝে ই শারমিনের বিয়ে ঠিক করলেন৷

বিয়ে ঠিক হওয়ার সাথে সাথে ই শারমিন মাহবুব কে ফোন করল," থ্যাংকস দোস্ত, তোর আইডিয়া কাজে লাগছে। তোরে এই খুশিতে ২০০০ টাকা দিচ্ছি, নতুন পাঞ্জবী পড়ে আমার হলুদে চলে আসিস।"

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৩ শে এপ্রিল, ২০২০ দুপুর ১:১৯

প্রেক্ষা বলেছেন: খুবই মজা পেলাম।ইঊনিক গল্প,মেয়ে বিয়ে করতে চায় কিন্তু বাবা-মা বিয়ে দিতে চায় না :||

২| ২৩ শে এপ্রিল, ২০২০ দুপুর ২:১২

ক্ষুদ্র খাদেম বলেছেন: B-) B-) বাপ মায়ে কী চায়, হেইডাও যদি ইট্টু কইতেন, ভালা হইত B-))

লেখা ভালা হইছে :D

৩| ২৩ শে এপ্রিল, ২০২০ বিকাল ৩:০৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
অন্যরকম স্বাদ !!া
মনে থাকবে !!

৪| ২৩ শে এপ্রিল, ২০২০ বিকাল ৩:৪০

নেওয়াজ আলি বলেছেন: বাচ্চা কাচ্ছা নিয়ে সংসারী হতে চায় আর কি

৫| ২৩ শে এপ্রিল, ২০২০ বিকাল ৪:০৯

রাজীব নুর বলেছেন: বাহ বাহ বাহ !!!!

৬| ২৩ শে এপ্রিল, ২০২০ রাত ১০:০১

শহুরে আগন্তুক বলেছেন: লকডাউনের করোনার সময় আবার কিসের বিয়ে?! :|

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.