নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাষণ

সাব্বির আহমেদ ভাষন

একটু বেশি ভাবি।স্বপ্ন দেখতে ভালবাসি আর ভালবাসি গান শুনতে।পড়াশোনা যা হয়েছে হয়তো বা অনেক, বাকিটা চেষ্টা চলছে।ভালবাসি নিজেকে,ভালবাসি বই পড়তে।এই আমি এই আমার পৃথিবী.........

সাব্বির আহমেদ ভাষন › বিস্তারিত পোস্টঃ

ডিপ্রেশন এবং একজন সুশান্ত সিং রাজপুত!

১৪ ই জুন, ২০২০ সন্ধ্যা ৬:৫৬

সুশান্ত সিং রাজপুত!?

অসম্ভব হাসিখুশি একটা ছেলে। হুট করে আত্নহত্যা করে বসেছে। ছেলেটি প্রচন্ড মেধবী। সেই 'কাই পো চে' থেকে সর্বশেষ মুভি 'ছিছড়ে'! কি দুর্দান্ত অভিনয়।

'ছিছড়ে' মুভিতে যে ব্যাপার টা কে বড় করে হাইলাইট করা হয়েছিল সেই আত্নহননের দিকেই ছুটে গেলেন সুশান্ত। যেখানে বলা ছিল, 'জীবন মানে সেলেব্রেশন, জীবন মানে উৎসব।"

এত টাকা, সাফল্য, যশ-খ্যাতি থাকার পরে ও কেন এই আত্নহনন। তাও মাত্র ৩৪ বছর বয়সে? শুনলাম, সুশান্ত নাকি ছয়মাস ধরে ডিপ্রেশনে ভুগছিল। ভাবি আর অবাক হই এমন হাসিখুশি ছেলেটার কোন ডিপ্রেশন থাকতে পারে?

ডিপ্রেশন খুব খারাপ জিনিস। একটা হাসি খুশি মানুষের ভিতরে ও এই ভয়ানক ব্যাধির প্রভাব পড়তে পারে৷ এ সময়টাতে তাদের প্রচন্ড মানষিক হেল্প প্রয়োজন।

কেউ ডিপ্রেশনে ভুগছেন? প্লিজ আত্নহননের পথে পা না বাড়িয়ে ফ্যামিলির দিকে তাকান। তাদের কথা ভাবুন৷ ডিপ্রেশপনের সময়টাতে বসে না থেকে নিজেকে অন্যের কাছে প্রকাশ করার চেষ্টা করুন। কাউকে নিজের অভিব্যক্তি, না বলা কথা প্রকাশ করুন। আত্নহত্যা কোনো কিছুর সমাধান না।

আর, ফ্যামিলির অন্য মানুষের উচিত তাদের ফ্যামিলির কার কি অবস্থা, কে কিভাবে সময় পার করছে সে ব্যাপারে নিয়মিত খোজ খবর রাখা।

করোনার প্রভাবে অর্থনৈতিক মন্দা, চাকরী ছাটাই, ইনকামে ভাটা, শিক্ষা জীবনের সময় নষ্ট হওয়া এমন অনেক কারনে ২০২০ সালটা সবার জন্য কুফা। এই বিবিধ কারনে যে কেউ এই মরন ফাদ ডিপ্রেশনে পড়তে পারে৷

কেউ ডিপ্রেশনে পড়লে, প্লিজ না লুকিয়ে প্রকাশ করুন। বাসায় বসে থেকে ডিপ্রেশনে পড়লে টিকটক করেন, কবিতা লিখেন, গল্প লিখেন, গলা ছেড়ে গান গান, ফেসবুক লাইভে আসেন, আড্ডা দেন, কিন্তু প্লিজ আত্নহননের পথে যাইয়েন না।

আমরা সবাই মুক্ত ভাবে বাচি! জীবন কে উৎযাপন করি। জানেন তো," জীবন একটাই।"

মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৪ ই জুন, ২০২০ সন্ধ্যা ৭:০৪

চাঁদগাজী বলেছেন:


আসলে আত্মহত্যা করেছে, নাকি অভিনয়?

২| ১৪ ই জুন, ২০২০ সন্ধ্যা ৭:৪০

নতুন বলেছেন: কয়েকদিন আগে তার ম্যানেজার আত্নহত্যা করেছিলো। মনে হয় তার সাথে কোন যোগ আছে।

যদি সেই মেয়ে তার কোন কারনে আত্নহত্যা করে থাকে তবে সেটাও একটা কারন হয়ে থাকতে পারে।

মানুষ অনুসুচনা থেকে অনেক সময় এমন করে।

৩| ১৪ ই জুন, ২০২০ সন্ধ্যা ৭:৪১

নতুন বলেছেন: আগে অবশ্য হত্যা কিনা এটা খুজে দেখা দরকার। অনেক সময় ডিপ্রেসনে ভোগার মতন ঘটনাগুলিকে কাজে লাগিয়ে খুনি পার পেয়ে যায়।

৪| ১৪ ই জুন, ২০২০ রাত ৮:০৭

চাঁদগাজী বলেছেন:



ভারতীয় চলচিত্রে মাফিয়া আছে; কে কিভাবে মরছে বলা কঠিন।

৫| ১৪ ই জুন, ২০২০ রাত ৮:১৭

উদাসী স্বপ্ন বলেছেন: এই সুশান্ত রাজার পোলা কে?

আমাগো লীগের সুশান্ত তো জেলের ভাত খায় সাইবার আইনে। ও যে সুইসাইড খাইছে তার কোনো খবর তো পাইলাম না

৬| ১৪ ই জুন, ২০২০ রাত ৮:৪২

নেওয়াজ আলি বলেছেন: ৩৪ বছর বয়সের প্রতিভাবান এক শিল্পী হঠাৎ আত্মাহত্যা করা রহস্য জনক

৭| ১৪ ই জুন, ২০২০ রাত ৯:৩২

শায়মা বলেছেন: কি সেই ডিপ্রেশন কে জানে? আর ডিপ্রেশনের কারণ বেশি ভাগ সময় লুকিয়ে থাকে। তাই বুঝার আগেই এমনটা ঘটে......:(

৮| ১৪ ই জুন, ২০২০ রাত ৯:৪৬

বিজন রয় বলেছেন: দুঃখজনক!

আপনার লেখাটি সবাই ধারন করবে বলে আশারাখি।

৯| ১৪ ই জুন, ২০২০ রাত ১০:২৪

চাঁদগাজী বলেছেন:


সে বেঁচে গেছে, সে তার ম্যানেজারের মৃত্যুর সাথে জড়িত আছে।

১০| ১৪ ই জুন, ২০২০ রাত ১০:২৮

রাজীব নুর বলেছেন: প্রতিটা আত্মহত্যা'ই আসলে হত্যা।
প্রতিটা আত্মহত্যা'ই আসলে হত্যা।
প্রতিটা আত্মহত্যা'ই আসলে হত্যা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.