নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাষণ

সাব্বির আহমেদ ভাষন

একটু বেশি ভাবি।স্বপ্ন দেখতে ভালবাসি আর ভালবাসি গান শুনতে।পড়াশোনা যা হয়েছে হয়তো বা অনেক, বাকিটা চেষ্টা চলছে।ভালবাসি নিজেকে,ভালবাসি বই পড়তে।এই আমি এই আমার পৃথিবী.........

সাব্বির আহমেদ ভাষন › বিস্তারিত পোস্টঃ

বিসিএস ও রসালো গল্প!

০২ রা জুলাই, ২০২০ সকাল ৯:৫২

প্রত্যেক বার বিসিএস এর চুড়ান্ত রেজাল্ট বের হওয়ার পর কিছু রসালো আর স্ট্রাগলের গল্পে ফেসবুক ভরে যায়৷

'আমার বন্ধু আমার সামনে পাদ না দিলে আমি বিসিএস ক্যাডার হতে পারতাম না....'

'আমার প্রেমিকা আমাকে ছ্যাকা না দিলে ক্যাডার হওয়া সম্ভব ছিল না....'

'এক বেলা ভ্যান চালিয়ে, আরেক বেলা পড়াশুনা করে ক্যাডার হয়েছি....'

এমন ও হাজার টা আবেগীয় পোষ্টে মুখরিত থাকে ফেসবুক ওয়াল!

বাংলাদেশের অধিকাংশ ছেলে-মেয়েরা ই মুখে সোনার চামচ মুখে দিয়ে জন্মায় না। তাদের কে পথে পথে সংগ্রাম করে বাচতে হয়, বড় হতে হয়। এখন সরকারী চাকরীর যে বাজার তাতে প্রচন্ড পরিশ্রম আর অধ্যবসায় ছাড়া কারো পক্ষে নূন্যতম চাকরী পাওয়া সম্ভব নয়। যারা ক্যাডার হতে পারছে না কিংবা কোনো সরকারী চাকরী পাচ্ছে না, এমন না যে তারা জীবনে পরিশ্রম করছে না, তাদের কোনো স্ট্রাগলের গল্প নাই।

মানুষ বড় কোনো জায়গায় গেলেই তখন নিত্য নতুন গল্প বের হয়, অমুক সেই পরিশ্রম করেছে, তমুকের জীবনে কষ্ট ছাড়া আর কিছু ই ছিল না।

এখন অনেকে বলতে পারে, "তুই যে ক্যাডারদের নিয়ে এই সব লিখতেসিস। পারলে ক্যাডার হয়ে দেখা?"

.....ভাই রে, সবাই কে যে ক্যাডার হতে হবে এমন কোনো কথা নাই। সবাই যদি ক্যাডার হয় তাইলে দেশের কৃষক, ভ্যান চালক, মুরগীর খামারী কারা হবে... ২৩০০ জনের পোষ্টে তো আর ২-৪ লাখ মানুষ বসতে পারবে না।

আর যারা আবেগীয় গল্প এখন ফেসবুকে বেচতেছে তাদের কাছে অনুরোধ, ক্যাডার হয়েছেন, নিজের স্বপ্ন পূরন করেছেন। এখন দেশের কথা একটু ভাবেন। চেয়ারে বসলে তো আপনারা অতীত ভুলে যান। দেশের উন্নতি থেকে নিজের উন্নতির দিকে নজর দেন। আপনাদের এই ত্যাগ-তিতিক্ষা-পরিশ্রম তখন ই সার্থক হবে যখন দেশ আপনাদের কাছ থেকে উপকৃত হবে। তখন আপনাদের আবেগীয় পোষ্ট দিতে হবে না, হাজার টা মানুষ আপনাদের নিয়ে গর্বের পোষ্ট দিবে।

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ০২ রা জুলাই, ২০২০ সকাল ১০:০৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

মুনী'র বরে ইদুর সিংহ হলে
সে মুনীকে খেয়ে ফেলে তার
পিছনের ইতিহাস চাপা দেয়।

২| ০২ রা জুলাই, ২০২০ সকাল ১০:৩০

বিচার মানি তালগাছ আমার বলেছেন: বছরের পর বছর ঘুষখোরদের ব্যাচ প্রতিষ্ঠিত হচ্ছে। দেশেও দুর্নীতি কমছে না...

৩| ০২ রা জুলাই, ২০২০ সকাল ১০:৪০

রানার ব্লগ বলেছেন: এরা যখন বি সি এস ক্যাডার হওার জন্য চেস্টা করে তখন এদের কে বেশ কস্ট করতে হয়, মুশকিল হোল ক্যাডার হওয়ার পরে এরা এদের স্ট্রাগেলের কথা বলে এক ধরনের বিজাতীয় আনন্দ উপভোগ করেএবং তাদের এক খানা ভাব থাকে কস্ট করেছি এইবার কেস্ট বুঝে নেবার সময়।

৪| ০২ রা জুলাই, ২০২০ দুপুর ১২:১২

রাজীব নুর বলেছেন: সত্য বচন।

৫| ০২ রা জুলাই, ২০২০ দুপুর ২:৪৮

আমি সাজিদ বলেছেন: সবাই যদি ক্যাডার হয় তাহলে ভ্যান চালক আর কৃষক কারা হবে বলতেসেন! ভাইসাহেব সরকারি চাকুরি ছাড়া কি বাকি পেশা এইগুলাই? আর কোন পেশা নাই? আবার সরকারি চাকরির পরীক্ষা দিয়ে জাস্টিফাই করতেসেন অন্য পেশাকে? কেন কৃষককে ছোট করতে মজা লাগে খুব তাই না?

কি এক পাইসেন বিসিএস বিসিএস বিসিএস!

৬| ০২ রা জুলাই, ২০২০ বিকাল ৩:১৮

নেওয়াজ আলি বলেছেন: Right

৭| ০২ রা জুলাই, ২০২০ রাত ৯:০৭

সাড়ে চুয়াত্তর বলেছেন: সরকারি চাকরীর পিছনে ছোটার পিছনে অনেক যৌক্তিক কারণ আছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.