নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাষণ

সাব্বির আহমেদ ভাষন

একটু বেশি ভাবি।স্বপ্ন দেখতে ভালবাসি আর ভালবাসি গান শুনতে।পড়াশোনা যা হয়েছে হয়তো বা অনেক, বাকিটা চেষ্টা চলছে।ভালবাসি নিজেকে,ভালবাসি বই পড়তে।এই আমি এই আমার পৃথিবী.........

সাব্বির আহমেদ ভাষন › বিস্তারিত পোস্টঃ

এন্ডু কিশোর এবং একজন গানের সম্রাট

০৬ ই জুলাই, ২০২০ রাত ৮:৫১

সাল ২০০২-২০০৩!
মামার রেডিও তে গান শুনতাম এন্ডু কিশোরের৷ অসম্ভব মায়া জড়ানো কন্ঠে আমার ছোট বেলাকে মাতিয়ে রেখেছিলেন।

'বাবা বলে গেল আর কোনো দিন গান করো না....'
'সবাই তো ভালোবাসা চায়,কেউ পায় কেউবা হারায়..'
'হায় রে মানুষ রঙিন ফানুস....'
'আমি চিরকাল প্রানের ও কাংঙ্গাল....'
'ভেঙ্গেছে পিঞ্জর, মেলেছে ডানা, উড়েছে পাখি, পথ অচেনা...'
'আমার সারা দেহ খেয়ো গো মাটি এই চোখ দুটো মাটি খেয়ো না...'

এই গান গুলা জাস্ট গিলতাম। স্কুলে যেতাম এন্ডু কিশোর আর আসিফের গান গাইতে গাইতে। কি চমৎকার ছিল সেই শৈশবের দিন গুলা। সেই শৈশব কে মধুর করা একজন এন্ডু কিশোর আজ আমাদের ছেড়ে চলে গেলেন। এভাবে সবাই কে এক দিন যেতে হবে। শুধু থেকে যাবে স্মৃতি।

২০১৭-২০১৮ এর দিকে উনার মেয়ে/ছেলের বিয়ে থেকে বেচে যাওয়া খাবার আমাদের প্রচেষ্টা ফুড ব্যাংকিং এ দিয়েছিলেন। ফলে ১০০-২০০ মানুষের মুখে সে দিন হাসি ফুটেছিল। এ থেকে বুজা যায় মানুষ হিসেবে ও এন্ডু কিশোর ছিলেন সুন্দর মনের অধিকারী।

বাংলা সিনেমাতে হাজারের উপরে সম্ভবত গান গেয়েছেন। এদেশে যত দিন সিনেমার নাম উচ্চারিত হবে এন্ডু কিশোরের নাম সিনেমার আকাশে উজ্জ্বল তারার মত জ্বল জ্বল হয়ে থাকবেন৷ এন্ডু কিশোর অমর হয়ে থাকবেন কোটি কোটি ভক্তের মনের মনিকোঠায়।

বিদায় গানের সম্রাট এন্ডু কিশোর। তার গানের একটা কলি দিয়েই শেষ করতে চাই, "জীবনের গল্প আছে বাকি অল্প, যে টুকু বলার যাও বলে যাও, যে টুকু শোনার নাও শুনে নাও, পাবে না সময় আর হয়ত....."

মন্তব্য ৫ টি রেটিং +৩/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০৬ ই জুলাই, ২০২০ রাত ৯:০৫

রাজীব নুর বলেছেন: বিদায়! প্রিয় শিল্পী ।

২| ০৬ ই জুলাই, ২০২০ রাত ৯:৩১

সেলিম আনোয়ার বলেছেন: বিদায় এন্ড্রু কেশর। বিদায় বাংলা গানের সম্রাট ।

৩| ০৬ ই জুলাই, ২০২০ রাত ৯:৪০

শায়মা বলেছেন: বাংলা গানে অনেক অনেক অবদান রেখে গেলো এই শিল্পী!

৪| ০৬ ই জুলাই, ২০২০ রাত ১১:১৪

নেওয়াজ আলি বলেছেন: শ্রদ্ধা

৫| ০৭ ই জুলাই, ২০২০ সকাল ১০:৩৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: বাবা বলে গেল আর কোনোদিন গান করো না - এটা এন্ড্রু কিশোরের গান না। এটা গে য়েছেন শামীমা ইয়াসমিন দীবা। আপনি বোধ হয় আমার বাবার মুখে প্রথম যেদিন শুনেছিলাম গান - এ গানটার কথা বলতে চেয়েছিলেন।

শুভেচ্ছা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.