নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাষণ

সাব্বির আহমেদ ভাষন

একটু বেশি ভাবি।স্বপ্ন দেখতে ভালবাসি আর ভালবাসি গান শুনতে।পড়াশোনা যা হয়েছে হয়তো বা অনেক, বাকিটা চেষ্টা চলছে।ভালবাসি নিজেকে,ভালবাসি বই পড়তে।এই আমি এই আমার পৃথিবী.........

সাব্বির আহমেদ ভাষন › বিস্তারিত পোস্টঃ

হিড়জাদের অত্যাচার!!

১৬ ই জুলাই, ২০২০ বিকাল ৩:০১

তৃতীয় লিঙ্গ বা হিজড়াদের নিয়ে একটা পোষ্ট পড়লাম ফেসবুক গ্রুপ Voice of Rights গ্রুপে। পোষ্ট পড়ে প্রচন্ড মেজাজ গরম হলো। ঢাকা শহরের লোকাল বাস গুলোতে এদের অত্যাচারে উঠাই যায় না। প্রত্যেক টা মোড়ে মোড়ে এরা দাড়িয়ে থাকে। বাস জ্যামে আটকালে বা দাড়ালে এরা বাসে উঠে অশোভন আচরন, অশ্লীল ভাষায় গালাগালি কিংবা অদ্ভুত ভাবে নাচানাচি করে!

২০১৯ সালের দিকে আমার এক ফ্রেন্ডের সাথে বাজে একটা জিনিস হয়েছিল। মিরপুর ১০ থেকে বাসে উঠেছি নামবো মিরপুর ১। মিরপুর শপিং সেন্টারের সামনে থেকে ২ টা হিজড়া উঠেছে বাসে। সবার কাছ থেকে টাকা উঠাচ্ছে যা তা বলে। আমি জানালার দিকে বসেছি আর আমার বন্ধু বাইরের দিকে। আমাদের কাছে টাকা চেয়েছে, আমাদের কাছে টাকা ছিল না তেমন। আমার বন্ধু বলেছে, এখন টাকা নাই। মাসের শেষের দিকে, প্লিজ মাফ করেন। একটা হিড়জা আমাদের সাথে কথা বলছিল, ঠিক সেই সময় আরেকটা হিড়জা আমাদের সিটের ঐখানে এসে বলতেছে, "টাকা নাই কেন? টাকা নিয়ে ঘুরিস না, সোনা নিয়ে ঘুরিস?" এই কথা বলে যে কাজটা হিড়জা টা করেছে সেটার ফলে আমার বন্ধু ঠ হয়ে গেছিল। হিড়জা টা আমার বন্ধুর লিঙ্গে হাত দিয়ে বলে উঠেছে, "ও মা, কত বড় রে তোর সোনা....."

ছেলেটি প্রচন্ড লজ্জা পেয়েছিল সে দিন। বাসের ভিতর কেদে দিছিল। বেচারার অনেক দিন লেগেছিল এই ট্রমা থেকে বের হতে...

এর পর থেকে হিজড়াদের দেখলে আমার গা জ্বলে। এদের কে মানুষ মনে হয় না, টাকা দেয়া তো দূরের কথা।

মন্তব্য ৯ টি রেটিং +০/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ১৬ ই জুলাই, ২০২০ বিকাল ৩:৩০

রাজীব নুর বলেছেন: এই আধুনিক যুগেও হিজড়া কেন জন্ম নিচ্ছে?
বিজ্ঞান কেন হিজড়াদের চিহ্ন মুছে দিচ্ছে ন?

হিজড়াদের কেউ চাকরি দেয় না। তাদের তো কেউ পড়ে বেচে থাকতে হবে। বাকা বাচনভংগি বা বাজে কথা না বললে লোকে টাকা দিতে চায় না।

২| ১৬ ই জুলাই, ২০২০ বিকাল ৩:৩০

নতুন বলেছেন: বেশির ভাগ হিড়জারাই সুস্হ পুরুষ কিন্তু হিজড়া সেজে চাদাবাজি করে।

সমাজের মানুষ যদি এদের কাজ দেয় তবে হিড়জা বলে কোন সমস্যা থাকবেনা।

এটা আমাদের সমাজের তৌরি সমস্যা।

৩| ১৬ ই জুলাই, ২০২০ বিকাল ৩:৫৯

নেওয়াজ আলি বলেছেন: হিজড়া নিয়ে আমার লেখা আছে। তাদের সাথে চলাফেরাও করেছি । অনেক অনেক কিছু দায় এই হিজড়া জন্মে এবং বেপরোয় হওয়ার পিছনে। ডেমরায় এবং আশুলিয়ায় হিজড়ারদের বিউটি পার্লার আছে। এক পুলিশ কমিশনার করতে সাহায্য করেছে। তারা সবাই খারাপ না।

৪| ১৬ ই জুলাই, ২০২০ বিকাল ৪:০৩

ফুয়াদের বাপ বলেছেন: এদেরকে রাষ্ট্রীয় ভাবে নিয়ন্ত্রন করা না গেলে ওদের অত্যাচার থেকে রেহাই নেই। অনেকটা মাস্তানের মতো চাঁদা আদায় করে যেন ওদের জন্যই মাথার ঘাম পায়ে ফেলে উপর্জন করছে সবাই। ওরা লিঙের দিক থেকে অক্ষম কিন্তু শারীরিক শক্তিতে কর্মে অক্ষম না। তাহলে ওরা ভিক্ষা/চাঁদা আদায় করে চলবে এটা রাষ্ট্রীয় ভাবে দমন করা দরকার।

৫| ১৬ ই জুলাই, ২০২০ বিকাল ৪:০৭

নজসু বলেছেন:



এদের কর্মসংস্থানই হতে পারে বিড়ম্বনা থেকে মুক্তি।

৬| ১৬ ই জুলাই, ২০২০ বিকাল ৫:৪৫

মোহাম্মদ গোফরান বলেছেন: রাস্ট্র চাইলে ১ দিনের মধ্যে তাদের সমস্যার সমাধান করে ফেলতে পারে। প্রতিটি ট্যাক্স প্রদান কারী ব্যক্তি না প্রতিষ্ঠানকে হিজড়াদের জন্য প্রতিমাসে ১ হাজার টাকা করে দিতে হবে বিধান করলেই এ সমস্যা দূর হয়। ওরা কিভাবে চলবে। সমাজ তো ওদের ঘৃণার চোখে দেখে।

৭| ১৬ ই জুলাই, ২০২০ সন্ধ্যা ৬:২৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

দিনে দিনে বেপরোয়া হয়ে উঠছে
ছেলে মেয়ে সাথে নিয়ে চলতে গেলে
তাদের অশ্লীল আচরনে বিব্রত হতে হয়।
অনেক হিজরারা শিক্ষিত এবং চাকরীবাকরী
করে। তারা ইচ্ছা করলে কাজ করে খেতে
পারে। তা করবেনা।তবে সে পথে না গিয়ে
সহজ ইনকাম করতে তারা এ পেশা বেছে নিয়েছে।
ধিক্কার জানাই।

৮| ১৬ ই জুলাই, ২০২০ সন্ধ্যা ৭:২৬

শাহ আজিজ বলেছেন: এদের কর্মমুখিনতায় সবচে বড় বাধা রাজনৈতিক দলগুলো । এরা তাদের ছত্রছায়ায় থাকে এবং চাঁদাবাজি করে । লোকাল মাস্তানরা দিনশেষে ভাগ পায় ।

৯| ১৬ ই জুলাই, ২০২০ রাত ৮:১৮

সাড়ে চুয়াত্তর বলেছেন: কিছু হিজরাকে জন্মের পরপর চিকিৎসার মাধ্যমে ভালো করা সম্ভব।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.