নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাষণ

সাব্বির আহমেদ ভাষন

একটু বেশি ভাবি।স্বপ্ন দেখতে ভালবাসি আর ভালবাসি গান শুনতে।পড়াশোনা যা হয়েছে হয়তো বা অনেক, বাকিটা চেষ্টা চলছে।ভালবাসি নিজেকে,ভালবাসি বই পড়তে।এই আমি এই আমার পৃথিবী.........

সাব্বির আহমেদ ভাষন › বিস্তারিত পোস্টঃ

প্রেমে ব্যর্থতার পরিণতি কি আত্নহনন?

০৩ রা সেপ্টেম্বর, ২০২০ রাত ১১:০৩

"সিলিং ফ্যানে ঝুলে আত্মহত্যা করেছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের স্নাতকোত্তর শ্রেণির শিক্ষার্থী আব্দুর রহিম।"

এ আত্নহত্যা ও নাকি প্রেমঘটিত কারনে! প্রেমে ব্যর্থ হলে কেন আত্নহত্যার পথ বেচে নিতে হবে?

প্রেমে ব্যর্থ হয়ে যে আত্নহত্যার পথ বেচে নেয় আমার তাকে প্রেমিক ই মনে হয় না! এরা জাস্ট কাপুরুষ!প্রকৃত প্রেমিক তো সে, যে কঠিন সময় পাড় করে ঘুরে দাঁড়ায়৷ নতুন করে বাচতে শিখে।

ছেলেটি মরে গিয়েছে ঠিক ই, কিন্তু তার বাবা-মা কে ফেলে গিয়েছে সমুদ্রের মাঝে। কত আশা নিয়ে ছেলে কে পড়াচ্ছিলেন কিন্তু ছেলেটি তাদের মুখের দিকে তাকালো কই? কেউ আত্নহত্যার চেষ্টা করার আগে একবারের জন্য হলে ও বাবা মায়ের কথা স্মরন করা উচিত৷

...তুমি মরে গেলে আশেপাশের লোক, বন্ধু বান্ধব, আত্নীয় স্বজন এক দিন দুই দিন কাঁদবে কিন্তু বাবা মা সারা জীবন আপসোস করবে। তাদের কে প্লিজ এভাবে কাঁদানোর অধিকার তোমার/তোমাদের নাই৷

নিজেকে ভালোবাসো, আশেপাশের মানুষ কে এভোয়েট করো, দেখবে জীবন আসলেই সুন্দর।

চাই না, আর কারো মায়ের বুক খালি হোক, আর কেউ ইমোশনে পড়ে নিজের ভবিষ্যত এভাবে আধারে বিনষ্ট করুক।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২০ রাত ১:৩৪

রাজীব নুর বলেছেন: প্রেম ভালোবাসায় ব্যর্থ হয়ে সাধারণ কেউ আত্মহত্যা করে না।

২| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২০ রাত ৮:০৮

সাব্বির আহমেদ ভাষন বলেছেন: কিন্তু গত ১ বছরে যে কয়েকজন আত্নহত্যা করেছে প্রত্যেকটা ই প্রেমঘটিত ব্যাপারে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.