নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাষণ

সাব্বির আহমেদ ভাষন

একটু বেশি ভাবি।স্বপ্ন দেখতে ভালবাসি আর ভালবাসি গান শুনতে।পড়াশোনা যা হয়েছে হয়তো বা অনেক, বাকিটা চেষ্টা চলছে।ভালবাসি নিজেকে,ভালবাসি বই পড়তে।এই আমি এই আমার পৃথিবী.........

সাব্বির আহমেদ ভাষন › বিস্তারিত পোস্টঃ

Don\'t judge a book by its cover

২৪ শে অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৬:৩৬

দুইটা কলা নিয়ে বাসায় ফিরছিলাম, মিরপুর নিউ সি ব্লক দিয়ে হাটতেছি; ছয় তলা বাসার নিয়ে এক রোগা, পাতলা লোক দাঁড়িয়ে আছে। দেখে আমার খুব মায়া লাগল, উনার সাথে আমার আই কন্টাক্ট ও হলো, আমি কাছে গিয়ে একটা কলা উনার হাতে দিয়ে বললাম, এটা আপনি রাখেন। সঙ্গে সঙ্গে লোকটা চিৎকার দিয়ে উঠলাম, আমি রীতিমতো বেকুব হয়ে গেলাম উনার কথা শুনে। "তোর কত বড় সাহস আমাকে ভিক্ষা দিস, আমাকে দেখে কি ভিক্ষুক-ফকির-মিসকিন মনে হয়? জানিস আমি কে?" উনার উচ্চস্বরের কারনে অনেক লোক জড়ো হইছে। আমি একজন কে ব্যাপার টা খুলে বললাম, উনি আমাকে বললো, "ভাই, আপনি ভুল করছেন, উনি এই ছয় তলা বাড়ির মালিক, উনি এইভাবেই থাকেন।"

আমি চুড়ান্ত মাত্রায় বেক্কেল হয়ে বাসায় ফিরতে ফিরতে ঐ বিখ্যাত লাইনের কথা স্মরন করলাম, " Don't judge a book by its cover"

মন্তব্য ৭ টি রেটিং +২/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ২৪ শে অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৭:১৮

সোনাগাজী বলেছেন:


আপনি কি বেকার?

২| ২৪ শে অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৭:২৫

সাব্বির আহমেদ ভাষন বলেছেন: কেন ভাই জব দিবেন?

৩| ২৪ শে অক্টোবর, ২০২২ রাত ৯:১৯

অপ্‌সরা বলেছেন: হা হা ঐ লোক তো শুধু মালিক না পুরাই রাগে পাগল হওয়া মালিক মনে হচ্ছে।

আর সে কি তোমার কলার দিকে তাকিয়ে ছিলো ভাইয়া যে তুমি সেধে কলা দিতে গেলে?


হা হা হা হাসতে হাসতে মরেছি এই গল্প শুনে।

৪| ২৪ শে অক্টোবর, ২০২২ রাত ৯:২৯

মনিরা সুলতানা বলেছেন: কী অবস্থা !!!
হাসতে হাসতে আমিও গেলাম।
আমি একবার খুচরা পয়সা দিতে গিয়ে ধরা খেয়েছিলাম।

৫| ২৪ শে অক্টোবর, ২০২২ রাত ৯:৪০

অপ্‌সরা বলেছেন: মনিরা আপুনি!!!! তুমিও!!!!!!!!!!! হা হা হা

এই জন্য না চাইলে কাউকে সেধে পড়ে দিতে নেই ...

৬| ২৪ শে অক্টোবর, ২০২২ রাত ৯:৪১

অর্ক বলেছেন: কী ভয়ঙ্কর! অবশ্যই সুবিধামতো কান ধরে একশোবার ওঠবস করে ভুলের প্রায়শ্চিত্ত করে নিবেন।

৭| ২৪ শে অক্টোবর, ২০২২ রাত ১১:৩৬

সোনাগাজী বলেছেন:



২টা কলা নিয়ে বাড়ী আসছেন, তার থেকে ১টা দিয়েছেন; আপনার কেনা ও দেয়ার অবস্হা থেকে বলছি। চাকুরী থাকলে ১ ডজন কলা কিনতেন, ১ ডজন উনাকে দিয়ে দিতেন, উনি ভাবতেন যে, আত্মীয় বা এলাকার কেহ হবে, চীৎকার দিতেন না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.