নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একটু আগেই ফিরলাম শাহবাগ থেকে, উত্তাল গণসমুদ্রের সঙ্গে নিজেকে মিশিয়ে দিয়ে উপলব্ধি করতে চেষ্টা করছিলাম ৭১ এর সেই অকুতভয় পূর্বসুরীদের কথা।নিজেকেও একজন ভাগ্যবান মনে হচ্ছিল আজকে . একটা আফসোস ছিল মনে, কেন জন্ম ৭১ এর পরে হলো। আজকে সেই আফসোস কাটল .আমি ৭১ এ ছিলামনা তো কি হয়েছে, সেই পূর্বসুরীদের ঋণ শোধ করবার একটা সুযোগ তো পেয়েছি। আজ আমরা নতুন প্রজন্ম শপথ নিয়েছি ৭১ এর পরাজিত শক্তিকে থেকে উত্খাত করবার, ঘৃণ্য রাজাকারদের ফাসির দাবি কার্যকর করার শপথ নিয়েছি আজ আমরা।আমরা সফল হব ইনশাল্লাহ। এই প্রথম আমাদের স্বার্থবাদী রাজনীতিকদের বাইরে সাধারণ মানুষের একটা সতস্ফুর্ত আন্দোলন সৃষ্টি হয়েছে, আন্দোলন হয়েছে ৭১ এর ঘৃণ্য রাজাকারদের ফাসির দাবি নিয়ে। সবার কাছে একটাই আবেদন এইআন্দোলনটা ও যেন রাজনীতিবিদরা তাদের নিচু স্বার্থে ব্যবহার করতে না পারে সেই দিকে সজাগ দৃষ্টি রাখবেন।
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:০৭
একাকি উনমন বলেছেন: ধন্যবাদ ভাই। আমাদের এই শপথে অটুট থাকতে হবে। আমরা যেন কোনো রাজনৈতিক শক্তি দ্বারা প্রভাবিত না হয়ে যাই।
২| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:১৪
এম আর ইকবাল বলেছেন: আমি 71 এ ছিলাম । হায়নার চেহারা গুলো এখন ভূলিনি ।
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৪২
একাকি উনমন বলেছেন: ওদেরকে এই স্বাধীন বাংলা থেকে তাড়িয়ে দিয়ে তবেই আমাদের এবারের যুদ্ধ শেষ হবে।
©somewhere in net ltd.
১| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:০১
ডাঃ মোঃ কায়েস হায়দার চৌধুরী বলেছেন: Click This Link
Click This Link
আমরা থামব না, থামব না
প্রয়োজনে খুরবো পাতাল, যাবো আসমান
তবু থামব না, থামব না
বিচার হবে, হবে রাজাকারদের ফাসিঁ
কোনো কথায় কর্ণপাত করবো না
রাজাকারদের ফাসিঁ না হওয়া পর্যন্ত
রাজপথ ছাড়ব না।