নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একটা খবর জেনে খুব ভালো লাগলো যে আইন সংশোধন করা হচ্ছে, লগু দন্ড হলে তা বাড়ানোর জন্য আপীল করা যাবে। কিন্তু শুধু ট্রাইবুনাল এর আইন পরিবর্তন করলেই হবেনা, পাশাপাশি এটাওনিশ্চিত করতে হবে যেন মামলা গুলো এমন ভাবে সাজানো না হয় যে রাজাকার রা সেই মামলায় রেহাই পেয়ে যায়। সরকার এর প্রতি এই আহ্বান, দয়া করে মামলা গুলো সঠিক ভাবে তৈরী করুন, সাক্ষীদেরকে সঠিক ভাবে উপস্থাপন করুন, শুধু মাত্র তরুণ প্রজন্মকে ধোকা দেওয়ার জন্য বিচার এর নামে প্রহসন যেন না হয়, বিচার বিভাগ স্বাধীন বলে বিচারপতিদের কাঁধে রাইফেল রেখে যেন গুলি না চালানো হয় । তা নাহলে ভবিষ্যত প্রজন্মর কাছে আমরা কোনো উত্তর দিতে পারবনা, আর বর্তমান সরকার আগামী প্রজন্মের কাছে চিন্হিত হবে নতুন রাজাকার হিসাবে। তাই সময় থাকতে এইগুলো নিশ্চিত করুন, নিশ্চিত করুন রাজাকার গুলোর সর্বোচ্চ শাস্তি, নিশ্চিত করুন ওদের মৃত্যু দন্ড।
২| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৩
পুংটা বলেছেন: চুে চুে চুে দেব... রাজাকার চুে দেব
©somewhere in net ltd.
১| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:০২
নায়করাজ বলেছেন: জামাত শিবিরের অর্থনৈতিক শক্তি ভেঙ্গে দেন। ওদের সামাজিক ও অর্থনৈতিকভাবে বয়কট করুন। ওদের প্রতিটি অর্থনৈতিক প্রতিষ্ঠান সম্পর্কে জানুন। ওদের প্রতিষ্ঠানে বিনিয়োগ করবেন না। বরং বিনিয়োগ বা অংশীদারিত্ব থাকলে প্রত্যাহার করুন। ইসলামী ব্যাংক থেকে সকল টাকা তুলে নিন। আপনার টাকা দিয়ে ওদের দেশবিরোধী কার্যকলাপ চালাতে দেবেন না।
জামাত শিবির পরিচালিত প্রতিষ্ঠানের বিস্তারিত তথ্য পাবেন এখানে : Click This Link