নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজ আকাশে মেঘ করেছে
খুব হয়ত বৃষ্টি হবে
চল ভিজে আসি দুজন মিলে!!
কিংবা চল আগামী পূর্নিমায়
নব যৌবনা চাঁদের আলোতে
দুজনে জোত্স্নায় ভিজব!!
তোমার কোলে মাথা রেখে
আমায় শুনাবে তুমি ঘুম পারানি গান
কিংবা দেখাবে কল্প লোকের ছবি !!
ঘুমাবো আমি পরম সুখে
তোমার স্পর্শ গায়ে মেখে
কিংবা দেখব স্বপ্ন আমাদের আগামী !!
০৪ ঠা জুন, ২০১৩ বিকাল ৩:০২
একাকি উনমন বলেছেন: ধন্যবাদ। আমার ব্লগ এ স্বাগতম।
২| ০৪ ঠা জুন, ২০১৩ দুপুর ২:৪৪
মায়াবী ছায়া বলেছেন: স্বপ্ন গুলি সত্যি হোক আপনার ।
শুভ কামনা ..... ভালো থাকুন ।
০৪ ঠা জুন, ২০১৩ বিকাল ৩:০৩
একাকি উনমন বলেছেন: আপনার মঙ্গল কামনা পূর্ণতা পাক।
৩| ১৮ ই জুন, ২০১৩ বিকাল ৫:১৫
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
সুন্দর।
শুভ কামনা রইল।
১৯ শে জুন, ২০১৩ দুপুর ২:৩৬
একাকি উনমন বলেছেন: অনেক ধন্যবাদ আমার ব্লগ এ আসবার জন্য | আপনার মন্তব্য আমাকে উত্সাহিত করবে, তাই আমন্ত্রণ থাকলো ব্লগ এ।
©somewhere in net ltd.
১| ০৪ ঠা জুন, ২০১৩ দুপুর ২:৪২
মায়াবী ছায়া বলেছেন: বাহ্....+++