নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তুমি কি জানো , তুমি আমার জীবনে কেমন?
প্রবাহমান ঝরনা যেমন ছুটে চলে
ছুটে চলে নদীর কাছে নিজেকে সমর্পণ করতে
আমিও, আমিও তেমন করে তোমাতে সমর্পিত হতে চাই
তোমার চোখ, মুখ , নাক, সব আমাকে আকর্ষণ করে
আকর্ষণ করে তোমার দেওয়া কষ্ট গুলো
আগুন যেমন পতঙ্গ কে ডাকে প্রবল আকর্ষণে
তোমার দেওয়া কষ্টগুলো তেমনি আমাকেও
২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:২৩
একাকি উনমন বলেছেন: ধনবাদ জুন. তাকে যে আর পাওয়া হলনা. শুধুই চেয়ে আছি চাতক পাখির মত আজ ও । মন্তব্য দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ।
২| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৫৪
অপূর্ণ রায়হান বলেছেন: না পাওয়ার বেদনা অনেকেরই আছে ভ্রাতা । কবিতায় ভালোলাগা ।
ভালো থাকবেন
৩০ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:০৯
একাকি উনমন বলেছেন: স্বাগতম আমার ব্লগ এ. আর আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ. উত্সাহিত হলাম. নিরন্তর শুভো কামনা.
©somewhere in net ltd.
১| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:৩৭
জুন বলেছেন: তারপর যখন তাকে পেলেন তখন অন্য দিকে তীব্র আকর্ষনে ছুটে চলেন একাকি উনমন ।
কবিতা ভালোলাগলো ।
+