![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
http://www.eimatro.com/8816.php
মিতা নূরের বাবা অভিযোগ করে বলেছেন, নানা বিষয় নিয়ে অনেক আগে থেকেই তাদের মাঝে দাম্পত্য কলহ ছিল। এর আগেও একাধিক বার আত্মহত্যার চেষ্টা করেছেন অভিনেত্রী মিতা নূর। মৃত্যুর কারণ স্বজনরা আত্মহত্যা দাবী করলেও তদন্তের আগে পুলিশ এ ব্যপারে মুখ খুলতে নারাজ।
গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, আজ ভোরের দিকে মিতা নূরের পরিবারের লোকজন থানায় ফোন করে। সকাল পৌনে সাতটার দিকে পুলিশ মিতা নূরের গুলশান-২-এর ১০৪ নম্বর রোডের ১৬ নম্বর বাসায় যায়। বাসার ড্রয়িংরুমের সিলিং ফ্যানের সঙ্গে তাঁর ঝুলন্ত দেহ দেখতে পায় পুলিশ। তাঁর গলায় ওড়না প্যাঁচানো ছিল।
http://www.eimatro.com/8816.php
২| ০১ লা জুলাই, ২০১৩ দুপুর ১:৫০
টুম্পা মনি বলেছেন: ইন্নালিল্লাহে ওয়াইন্নাইলাইহে রাজেউন।
৩| ০১ লা জুলাই, ২০১৩ দুপুর ২:৪৯
রহমান জর্জ বলেছেন: vai, bilai kom fafore gase uthe na...
৪| ০১ লা জুলাই, ২০১৩ বিকাল ৩:১১
আতা2010 বলেছেন: Click This Link শেখ সাহেবর খুনি কারা ????
--------আমাদেরই মহান মুক্তিযোদ্ধারা
৫| ০১ লা জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:০৩
রাফসান রাফি বলেছেন: @নিরবতা : মানবিকতার দিক থেকে দেখলে , এক জন মৃতর প্রতি এত ঘৃণা বোধ থাকা উচিত না...
আত্মহত্যাকে মোটেও সমরথন করি না.. কিন্তু একজন মানুষ কতটুকু ভেংগে পড়লে আত্মহত্যার মত কঠিন সিধ্ধান্ত নেয় এটা মন থেকে বোঝার চেষ্টা করুন...
আত্মহত্যা কারিদের ওনেকে কাপুরুষ বললেও আমার মনে হ্য় এর জন্য চরম
দু:সাহসি হতে হয়..
©somewhere in net ltd.
১|
০১ লা জুলাই, ২০১৩ দুপুর ১:৫০
নিরবতা বলেছেন: আত্মহত্যা কারিদের প্রতি সহানুভূতি নয় থাকা উচিৎ প্রচণ্ড রকমের ঘৃণা