![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সোর্সঃ http://www.eimatro.com/9272.php
নবগঠিত গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ১৪ দলের সমর্থিত প্রার্থী আজমত উল্লাহ খানের পক্ষে এবার নির্বাচনী প্রচারণায় নেমেছেন দেশের চলচ্চিত্র ও সঙ্গীত জগতের তারকারা।
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে অ্যাডভোকেট তারানা হালিমের নেতৃত্বে এ তারকারা গাজীপুরের আশেপাশের এলাকায় নির্বাচনী প্রচারণা শুরু করেন। তারা প্রার্থীর পক্ষে বিভিন্ন স্লোগান দিয়ে ভোটাদের কাছে ভোট আবেদন করেন।
এদের মধ্যে রয়েছেন চলচ্চিত্র ব্যক্তিত্ব এটিএম শামজুজ্জামান, মিজু আহমেদ, চলচ্চিত্র পরিচালক আনোয়ার হোসেন মঞ্জু, সঙ্গীতশিল্পী মমতাজ, আঁখি আলমগীর, বঙ্গবন্ধু সংস্কৃতি জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা, মোবারক আলী শিকদার ও শেখ জাহাঙ্গীর আলমসহ আরো অনেকে।
http://www.eimatro.com/9272.php
কিশোরগঞ্জের নির্বাচনে সরকার পক্ষে কাজ করে নজিরবিহীন ভূমিকা পালন করেছে নির্বাচন কমিশন: ফখরুল
২| ০৪ ঠা জুলাই, ২০১৩ বিকাল ৫:১৬
বিদ্রোহী ভৃগু বলেছেন: যা বাবা, সামান্য মেয়র ইলেকশনেই পুরা ফোর্স খঅটাইয় ফেলতেছে
জাতীয় নির্ভচানের কি হবে গা
৩| ০৪ ঠা জুলাই, ২০১৩ বিকাল ৫:৪৩
নষ্ট ছেলে বলেছেন: জাতীয় নির্বাচন নিজেদের অধীনে দিলে কি করব কিছু আন্দাজ করা যাইতাছে।
৪| ০৫ ই জুলাই, ২০১৩ রাত ১২:২৮
নিকষ বলেছেন: বিদ্রোহী ভৃগু বলেছেন: যা বাবা, সামান্য মেয়র ইলেকশনেই পুরা ফোর্স খঅটাইয় ফেলতেছে
৫| ০৫ ই জুলাই, ২০১৩ রাত ২:৪৪
হাসির মানুষ বলেছেন: সামান্য একটা সিটি ইলেকশনে আওয়ামী লীগ তাদের সব ছাম্মাক ছালো দের দেখাইয়া দিতেছে। সংসদ ইলেকশনে কি দেখাইবে????
©somewhere in net ltd.
১|
০৪ ঠা জুলাই, ২০১৩ বিকাল ৫:১০
আহলান বলেছেন: লাগলে ভারত থেকে চিয়ার লিডার আনা হোক .... টাইট লেগিংস পরিয়ে রানের চিপা পর্যন্ত উন্মুক্ত করা হোক ..... যেখানে ইসলামি ফাউন্ডেশনের হুজুররা এমেরিকার ব্যালে ড্যান্সারদের ড্যান্স দেখতে পারে , সেখানে আর এমন কি