নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

www.eimatro.com

www.eimatro.com

উড়ালিয়া

ডেস্ক এডিটর হিসেবে কর্মরত আছি www.eimatro.com এ

উড়ালিয়া › বিস্তারিত পোস্টঃ

এম এ মান্নান ১ লাখ ৬৩ হাজার ৯৪৯ ভোট আজমত উল্লাহ খান ১ লাখ ১১ হাজার ৫৫৯ ভোট

০৬ ই জুলাই, ২০১৩ রাত ৯:৩৯

http://www.eimatro.com/9908.php



নবগঠিত গাজীপুর সিটি করপোরেশনে ৩৯২ কেন্দ্রের মেধ্যে ১৯২ কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে। ১৮ দল সমর্থিত প্রার্থী এম এ মান্নান (টেলিভিশন) পেয়েছেন ১ লাখ ৬৩ হাজার ৯৪৯ ভোট। এবং ১৪ দল সমর্থিত প্রার্থী আজমত উল্লাহ খান (দোয়াত-কলম প্রতীক) পেয়েছেন ১ লাখ ১১ হাজার ৫৫৯ ভোট।



শনিবার সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলে। এরপর শুরু হয় গণনা।



রিটার্নিং অফিসার মতিউর রহমান জানান, দুপুর ৩টার মধ্যে প্রায় ৬০ শতাংশ ভোটগ্রহণ শেষে হয়েছে।



গাজীপুর সিটি করপোরেশনের ৫৭টি সাধারণ ওয়ার্ডে ১৭১ জন সাধারণ কাউন্সিলর পদের বিপরীতে ৪৫৬ জন ও নারীদের জন্য সংরক্ষিত ১৯টি ওয়ার্ডে ১২৮ জন প্রার্থীকে ভোট দেন ভোটাররা। মেয়রপদে সাত জন প্রার্থীসহ কাউন্সিলর ও সংরক্ষিত পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন ৫৯১ জন।



৩২৯ বর্গ কিলোমিটারের নবগঠিত এ সিটি করপোরেশনে মোট ভোটারের সংখ্যা ১০ লাখ ২৬ হাজার ৯৬৪ জন। এর মধ্যে নারী ভোটারের সংখ্যা পুরুষদের চাইতে ৩০ হাজার বেশি। পুরো সিটিতে পুরুষ ভোটার রয়েছেন ৪ লাখ ৯৯ হাজার ১৮১ জন ও নারী ভোটার ৫ লাখ ২৭ হাজার ৭৮৩ জন।



এ নির্বাচনে সাতজন মেয়র প্রার্থী ছাড়াও ১২৮ জন সংরক্ষিত আসনের কাউন্সিলর প্রার্থী ও সাধারণ আসনের ৪৫৬ জন কাউন্সিলর প্রার্থী প্রতিন্দ্বন্দ্বিতা করেছেন।

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৬ ই জুলাই, ২০১৩ রাত ৯:৫৩

লাতি বলেছেন: সরকারী দলতো শুধু কারচুপ করে, এবার কি বলবেন ?

০৬ ই জুলাই, ২০১৩ রাত ১১:১১

উড়ালিয়া বলেছেন: আমি শুধু একটি কবর শেয়ার করেছি, কারো পক্ষে বা বিপক্ষে কিছু বলি নাই ভাই

২| ০৬ ই জুলাই, ২০১৩ রাত ১০:০৪

রোজিনা৪০ বলেছেন: এম এ মান্নান ১ লাখ ৬৩ হাজার ৯৪৯ ভোট আজমত উল্লাহ খান ১ লাখ ১১ হাজার ৫৫৯ ভোট লাস্ট পর্যন্ত দেখেন না তার উল্টা হয় কিনা সবাই চিন্তায় আছে.।.।.।.।.।.।.।.।.।.। X(

৩| ০৬ ই জুলাই, ২০১৩ রাত ১০:১১

কি বোর্ড বলেছেন: এম এ মান্নান ১ লাখ ৬৩ হাজার ৯৪৯ ভোট আজমত উল্লাহ খান ১ লাখ ১১ হাজার ৫৫৯ ভোট লাস্ট পর্যন্ত দেখেন না তার উল্টা হয় কিনা সবাই চিন্তায় আছে.।.।.।.।.।.।.।.।.।.।

৪| ০৬ ই জুলাই, ২০১৩ রাত ১০:২২

হাসান কালবৈশাখী বলেছেন:
সিটি নির্বাচনে ফলাফল এরকমই হবে।
সাধারনত মানুষ মনস্তাত্তিক ভাবে চাইবে ক্ষমতাসিন সরকারের বলয়ের বাইরের কোন লোক। যে দুর্নিতি করলে সরকার নিজেই চেপে ধরবে। এতে সিটি কর্পোরেশন অনেকটা দুর্নিতি মুক্ত থাকবে বলে ধারনা জন্মেছে!
চট্টগ্রাম, নারায়নগঞ্জ ও গত ৪ টি বিভাগে ও আজ গাজিপুরে এই মনস্তত্তই কাজ করেছে।
বিএনপি ক্ষমতায় থাকলে উল্টাটাই দেখতেন।
ঢাকায়ও এই রকম ফলাফলই দেখা যাবে।

৫| ০৬ ই জুলাই, ২০১৩ রাত ১০:৪০

উৎস১৯৮৯ বলেছেন: এইমাত্র দেখলাম কেন্দ্র : ২০৩ , মান্নান : ২ লাখ ৩০ হাজার , আজমত ১ লাখ ৮৫ হাজার। এখনো কিছু বলা যাচ্ছে না।

০৬ ই জুলাই, ২০১৩ রাত ১১:১৩

উড়ালিয়া বলেছেন: মান্নান-২,৪৮,৭০০ আজমত-১,৫০,০০০

http://www.eimatro.com/9843.php

৬| ০৬ ই জুলাই, ২০১৩ রাত ১১:২৩

উৎস১৯৮৯ বলেছেন: :) :) :) :)

ভাই আমি সময় টিভির খবর দেখে বলেছিলাম । আমি বুঝিনাই যে ওরা খবর আপডেট করেনি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.