নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

www.eimatro.com

www.eimatro.com

উড়ালিয়া

ডেস্ক এডিটর হিসেবে কর্মরত আছি www.eimatro.com এ

উড়ালিয়া › বিস্তারিত পোস্টঃ

জাতীয় ভাবে সরকার ব্যার্থ বলে দাবী তোফায়েল আহমেদের

০৭ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:২১

সোর্সঃ http://www.eimatro.com/10024.php



আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ বলেন জাতীয় অনেক ইস্যুর কারণে গাজীপুরে ভোটাররা ভোট দেয়নি। তিনি এই মন্তব্য করে সরকারকে জাতীয় ভাবে ব্যার্থ হিসেবে তুলে ধরেন।



তার মতে অহেতুকই গাজীপুর, কুমিল্লা ও নারায়ণগঞ্জকে সিটি করপোরেশন তৈরি করা হয়েছে বলে মন্তব্য করেছেন। শনিবার রাত সাড়ে ১০টায় বিবিসি বাংলার পরিক্রমা অনুষ্ঠানে এক সাক্ষাতকারে তিনি এ মন্তব্য করেন। গাজীপুর সিটি করপোরেশনের দায়িত্বে ছিলেন তোফায়েল আহমেদ।তোফায়েল আহমেদ বলেন, অহেতুক আমরা কিছু জায়গাকে সিটি করপোরেশন করেছি। আগে বিভাগীয় হেড কোয়াটারগুলো সিটি করপোরেশন ছিল। এখন গাজীপুর, কুমিল্লা ও নারায়ণগঞ্জকে সিটি করপোরেশন করেছি। এগুলো করে কি লাভ হয়েছে এটি আমার জানা নেই।



তোফায়েল আহমেদ বলেন, এখানে নির্বাচনে জাতীয় ইস্যু প্রাধান্য পায়। তবে এ নির্বাচন অবাধ এবং সুষ্ঠু হয়েছে।



বিএনপি বলেছিল, নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু হবে না। এটি মিথ্যা প্রমাণিত হয়েছে। হয়তো জাতীয় ইস্যুর কারণে আমাদের প্রার্থীকে জনগণ ভোট দেয়নি। তবে আওয়ামী লীগকে এখান থেকে শিক্ষা নিতে হবে। আওয়ামী লীগের কোথায় কোথায় ভুল আছে সেগুলো সুধরে নিতে হবে।গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে খারাপ করার কারণ হিসাবে বলেন, তবে আমাদের এখানকার এমপি যারা আছেন তারা ভোটারদেরকে সন্তষ্ট করতে পারেন নাই। জাতীয় অনেক ইস্যুর কারণে এখানকার ভোটারা ভোট দেয়নি।



তিনি বলেন, জাতীয় নির্বাচন আর সিটি-পৌরসভার নির্বাচন এক নয়। তবে এ নির্বাচনের প্রভাব জাতীয় নির্বাচনে পরবে এটাইতো সাভাবিক। তবে সিটি করপোরেশন নির্বাচন সুষ্ঠু হয়েছে। আগামী নির্বাচন ক্ষমতাশীনদের অধিনে অনুষ্ঠিত হবে বলেও উল্লেখ্য করেন আওয়ামী লীগের এ বিজ্ঞ নেতা।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৭ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:২৯

শিক্ষক ৭১ বলেছেন: জিতলে সিটি কর্পোরেশন করার যৌক্তিকতা ছিল এখন হেরে গেছে তাই যৌক্তিকতা নেই ।তোফায়েল নিজে দাঁড়ালেও ফেল মারবে । শেয়ার ডাকাতি ব্যাংক লোট এরা কত কী করেছে ।

২| ০৭ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:৪৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: ও গানটি গাইলেতো চলবেনা বাপু!!!!


সুষ্ঠু, অবাধ, নির্বচান হলে তোমাদের জামানত বাজেয়াপ্ত হইত চান্দুরা!!!!

রাইতের আন্ধারে গেইম ওভার কইরা যদ্দুর বুকের ছাত্তি ফুলাইছিলা!!
কোরআন নিয়া মিথ্যা প্রোপাগান্ডা কইরা জনঘনকে ধাধায় ফালাইছিলা..

জনগণ ধাধার পাজল মিলাইয়া দিছে।
কে সত্য কে মিথ্যা উত্তরও ব্যলটেই দিছে।

তাই দূগ্গা পূজায় শিবের গীত গেয়ে লাভ নেই দাদা!!! তোফু!!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.