![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সবকিছুই আমার দুঃস্বপ্নের মতন লাগে, জীবনের প্রতিবেলা, প্রতিটি ঘটনা। নিরর্থক ধারণ আমার এই প্রাণ। অর্থপূর্ণ কিছুই করতে পারিনি, পারিনি কৃষ্ণ-গহবর থেকে বের হতে।
গত বছর ০৯.০১.১৫ তে সামুতে একটা একাউন্ট খুলেছিলাম।ভেবেছিলাম প্রান খুলে দু একটা কথা বলব। কিন্তু তা ব্যাক্তিগত চাপে আর গত ১১ মাসেও হয়ে উঠেনি। আজ হটাথ করে আবার ইচ্ছার পুনরাবির্তী ঘটল। দেখি কত দিন ইচ্ছা টাকে কাজে লাগাতে পারি.........!!
২| ০৯ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:৪০
উড়নচন্ডী বলেছেন: বুলুগে দৌড়াতে কি জুতা পড়ন লাগবনি? না মানে শীতকাল বইলা কথা তো
৩| ১০ ই নভেম্বর, ২০১৫ রাত ১২:০২
গেম চেঞ্জার বলেছেন: আপনের যেইডা মুঞ্চায়। তয় কমেন্টের রিপ্লাই যেহেতু দিতেছেন না, বোধকরি এইডা কামে লাগপু
http://www.somewhereinblog.net/blog/gameChanger/30079740
৪| ১০ ই নভেম্বর, ২০১৫ রাত ২:৪৯
রক্তিম দিগন্ত বলেছেন: ইচ্ছাটাকে লম্বা সময়ের জন্য বেঁধে ফেলুন। অবশ্য কয়েকদিন থাকলে ইচ্ছা নিজে থেকেই বেঁধে থাকা শুরু করবে।
৫| ১০ ই নভেম্বর, ২০১৫ সকাল ৯:৪৮
উড়নচন্ডী বলেছেন: @গেম চেঞ্জার ভাই। আমি তো কমেন্টের রিপ্লাই দিয়েছি ১১.৪০মিনিটে।
৬| ১০ ই নভেম্বর, ২০১৫ সকাল ৯:৫০
উড়নচন্ডী বলেছেন: @গেম চেঞ্জার ভাই।
আমি তো কমেন্টের রিপ্লাই দিয়েছি
১১.৪০মিনিটে।
৭| ১০ ই নভেম্বর, ২০১৫ সকাল ৯:৫৩
উড়নচন্ডী বলেছেন: ধন্যবাদ। উতসাহ দেয়ার জন্য! :-)
৮| ১০ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১:৩৮
গেম চেঞ্জার বলেছেন: কমেন্টের রিপ্লাই নয়। আপনি নতুন কমেন্ট করছেন। অন্যের ব্লগে যেয়ে ঘুরে দেখেন কমেন্ট রিপ্লাই দিলে কিরাম হয়। আমার নামের ওপর ক্লিক করে যেকোন পোস্টে ঢুকে দেখেন কমেন্ট রিপ্লাই দিলে নিচে হলুদ মার্ক করা "লেখক বলছেনঃ" হয়ে প্রতিমন্তব্য/রিপ্লাই আসে।
ধইন্যা!
১১ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:৩৩
উড়নচন্ডী বলেছেন: এবার হয়ত হয়েছে। ধইন্যা
৯| ১০ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৩:১২
এহসান সাবির বলেছেন: শুভেচ্ছা।
১১ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:৩৪
উড়নচন্ডী বলেছেন: ধন্যবাদ
১০| ১১ ই নভেম্বর, ২০১৫ রাত ১২:৪৩
সুমন কর বলেছেন: আপনি যখন অন্য কারো'র মন্তব্যের প্রতি উত্তর দিবেন। তখন নিচের ছবির মতো সর্ববাম পাশের এ্যারোতে ক্লিক করে জবাবটির উত্তর দিবেন। তাহলে উনি জানতে পারবেন।
শুভ ব্লগিং........
১১ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:৩২
উড়নচন্ডী বলেছেন: ধন্যবাদ
১১| ১১ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:৪১
আমি মিন্টু বলেছেন: শুভ ব্লগীং
সামহোয়্যারইন ব্লগ পরিবারে আপনাকে স্বাগতম ।
১১ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:৫১
উড়নচন্ডী বলেছেন: ধন্যবাদ দেওয়া ছাড়া কিছুই বলার নেই।
©somewhere in net ltd.
১|
০৯ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:১৮
গেম চেঞ্জার বলেছেন: আছি। চইল্যা আসেন। আমরা এক লগেই বুলুগে দৌড়ামুনে।