নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জঙ্গল থেকে উঠে আসা মানুষ। খুব সহজে মানুষকে আপন ভেবে বসি, তাই দিনশেষে কষ্টের পাল্লাটা ভারী হতেই থাকে। ছোটবেলা থেকে \"মাসুদ রানার\" ভক্ত ছিলাম। এজন্যই হয়তো নিজেকে একটা রহস্যের মায়াজালে আড়াল করে রাখাটা স্বভাবে পরিণত হয়েছে।।

উড়ন্ত শিক্ষানবিস

উড়ন্ত শিক্ষানবিস › বিস্তারিত পোস্টঃ

"জীবনবৃত্তে বন্দী"

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:০২

জন্মগতভাবেই আমরা বন্দী।

সামাজিক বলুন কিংবা মানসিক, সবদিক থেকেই একটা শৃঙ্খলে আবদ্ধ।

জীবনটা কেমন যেন একটা বৃত্তের মত। বৃত্তের ভেতর ঘুরছি তো ঘুরছিই। ঘুরেফিরে সেই একই জায়গায়। "সবকিছু ছেড়েছুড়ে যাব"- মুখে বলে ফেলা যতটা সহজ, করে দেখানো ঠিক ততটাই কঠিন।

এই বৃত্তের ভেতর ঘুরপাক খেতে খেতে আপনি টায়ার্ড হয়ে যাবেন। খুব হতাশ হয়ে যাবেন। কিন্তু দিনশেষে আবারও একটা দীর্ঘশ্বাস ফেলে বাস্তবতাকে ঠিকই মেনে নিবেন!

তাহলে সলিউশন কই?? বৃত্তাবদ্ধতাকে মেনে নিয়ে কি হতাশ মুখে জোম্বির মত আবারও ঘুরপাক খাওয়া শুরু করবেন??

উঁহু, বেশ সুন্দর একটা সমাধান আছে কিন্তু।

ধরে নিন আপনার জীবনটা একটা "রুম"। এবার আপনার নিজের রুমের দিকে তাকান। রুমের রিডিং টেবিলটা ডান থেকে বামে, টি টেবিলটা আরেক পাশে, সোফা সেটটা রুমের মাঝ থেকে এক সাইডে চাপায়ে দেখেন তো রুমটা নতুন মনে হচ্ছে কিনা??

এবার আপনার জীবনের বৃত্তের দিকে তাকান।
নতুন অ্যাঙ্গেল থেকে দেখার চেষ্টা করুন। দরকার হলে ভেতরের জিনিসগুলোকে নাড়িয়ে-চাড়িয়ে রিঅ্যারেঞ্জ করে নিন। আজ যেই জিনিসটাকে বেশি ইম্পরট্যান্স দিচ্ছিলেন কাল থেকে সেই জিনিসটার উপর থেকে দৃষ্টি সরিয়ে নতুন কিছুকে ইম্পরট্যান্স দিন। বৃত্তটা কিন্তু ঠিকই থাকল, যাস্ট ডানেরটা বামে,সামনেরটা পেছনে সরিয়ে দিন............ দেখবেন জীবনের "ফ্রেশ লুক"টা ভাল লাগবে। বৃত্তের ভেতরে থেকেও দম আটকে আসবেনা।।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৩০

কালনী নদী বলেছেন: আপনি আসলেই শিক্ষক মানুষ।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৩৪

উড়ন্ত শিক্ষানবিস বলেছেন: না, আমি এখনো শিখছি :)

২| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৩৪

জনৈক অচম ভুত বলেছেন: গ্রেট আইডিয়া! :)
ট্রাই করে দেখতে হবে।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৩৪

উড়ন্ত শিক্ষানবিস বলেছেন: শিওর :)

৩| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:১৯

সান্তুইয়া বলেছেন: বেশ লিখেছেন, আপনাকে শুভেচ্ছা।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৩৫

উড়ন্ত শিক্ষানবিস বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপনাকে :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.