নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জঙ্গল থেকে উঠে আসা মানুষ। খুব সহজে মানুষকে আপন ভেবে বসি, তাই দিনশেষে কষ্টের পাল্লাটা ভারী হতেই থাকে। ছোটবেলা থেকে \"মাসুদ রানার\" ভক্ত ছিলাম। এজন্যই হয়তো নিজেকে একটা রহস্যের মায়াজালে আড়াল করে রাখাটা স্বভাবে পরিণত হয়েছে।।

উড়ন্ত শিক্ষানবিস

উড়ন্ত শিক্ষানবিস › বিস্তারিত পোস্টঃ

"হ্যাপিনেসের খোঁজ"

২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:২৯

একবার এক সেমিনারে ৫০ জন হতাশ লোক উপস্থিত ছিলেন। বিজ্ঞ এক লোকের সেমিনার ছিল ওটা। ৫০ জন মানুষের প্রত্যেকেরই কমন প্রশ্ন ছিল "হ্যাপিনেস কোথায় খুঁজে পাওয়া যাবে?"

প্রশ্ন শুনে মুচকি হেসে বিজ্ঞ ব্যক্তি তাদের প্রত্যেকের হাতে একটা করে বেলুন দিলেন। এরপর তাদেরকে বললেন বেলুনের উপর নিজেদের নাম লিখে বেলুনগুলোকে হলরুমের এক কোনায় জড়ো করতে।

প্রত্যেকের বেলুন জমা হওয়ার পর তিনি সবাইকে নির্দেশ দিলেন যার যার বেলুন খুঁজে বের করতে এবং তাদের হাতে আছে মাত্র ২ মিনিট সময়!

সবাই লাফালাফি ঝাঁপাঝাঁপি শুরু করল! ম্যাসাকার অবস্থা একদম!! সৌভাগ্যবান দুই-একজন ছাড়া কেউই ২ মিনিটে নিজেদের বেলুন খুঁজে পেল না!

এরপর তিনি সবাইকে যার যার সিটে বসতে বলে দুইজনকে বানালেন ভলান্টিয়ার। এরপর তাদেরকে বললেন বেলুনগুলো নিয়ে যার যার নাম উঠবে তাদের হাতে পৌঁছে দিতে। দেখা গেল ১ মিনিটের আগেই সবাই পেয়ে গেছে তাদের বেলুন!!

-----------------------------

আমরা সাধারন মানুষেরা সারাটা জীবন কাটিয়ে দেই অন্ধের মত হ্যাপিনেসের পিছনে দৌড়িয়ে। সেই হলরুমের মত একজন আরেকজনকে ডিঙ্গিয়ে, পায়ের নিচে মাড়িয়ে কে কার আগে হ্যাপিনেসের খোঁজ পাব সেই চিন্তায় বিভোর থাকি আমরা। আমরা হ্যাপিনেস খুঁজতে থাকি সবখানেই অথচ আমরা জানিই না কোথায় খুঁজলে একে পাওয়া যাবে।

হ্যাপিনেসের পিছে অন্ধের মত দৌড়ে কোনো লাভ নেই। হ্যাপিনেসের খোঁজ মেলে কেবল অন্যের খুশিতেই। আজ একজনের হাতে হ্যাপিনেসের বেলুন তুলে দিন, দেখবেন আপনার হ্যাপিনেসও পৌঁছে যাবে আপনার দোরগোড়ায়, একদম সময়মত।।

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৩৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: রুপক গল্পে দারুন সত্য প্রকাশিত।

আমরা সাধারন মানুষেরা সারাটা জীবন কাটিয়ে দেই অন্ধের মত হ্যাপিনেসের পিছনে দৌড়িয়ে। ...

হ্যাপিনেসের খোঁজ মেলে কেবল অন্যের খুশিতেই। আজ একজনের হাতে হ্যাপিনেসের বেলুন তুলে দিন, দেখবেন আপনার হ্যাপিনেসও পৌঁছে যাবে আপনার দোরগোড়ায়, একদম সময়মত।।

++++++++++++++

২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:৪৭

উড়ন্ত শিক্ষানবিস বলেছেন: ধন্যবাদ আপনাকে :)

২| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৪৩

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: কথাটা সত্য। অন্যের মুখে নিঃস্বার্থভাবে হাসি ফোটানোর চেয়ে তৃপ্তি আর কিছুতে নেই।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:৪৭

উড়ন্ত শিক্ষানবিস বলেছেন: জি, সেটাই :)

৩| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:২১

মনসুররবি বলেছেন: খু্ব সুন্দর গল্প । শিক্ষনীয় ।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:৪৮

উড়ন্ত শিক্ষানবিস বলেছেন: ধন্যবাদ :)

৪| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৩২

মহা সমন্বয় বলেছেন: ভাল লাগল..

২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:৪৮

উড়ন্ত শিক্ষানবিস বলেছেন: ধন্যবাদ :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.