নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জঙ্গল থেকে উঠে আসা মানুষ। খুব সহজে মানুষকে আপন ভেবে বসি, তাই দিনশেষে কষ্টের পাল্লাটা ভারী হতেই থাকে। ছোটবেলা থেকে \"মাসুদ রানার\" ভক্ত ছিলাম। এজন্যই হয়তো নিজেকে একটা রহস্যের মায়াজালে আড়াল করে রাখাটা স্বভাবে পরিণত হয়েছে।।

উড়ন্ত শিক্ষানবিস

উড়ন্ত শিক্ষানবিস › বিস্তারিত পোস্টঃ

"মধ্যবিত্ত বাবা"

২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ২:১৫

তিলে তিলে বড় করা ছেলেটা যখন নতুন গোঁফ গজানোমাত্র বাবার মুখের উপর ঠাস-ঠাস করে জবাব দেওয়া শুরু করে, তখন বাবারা চুপ হয়ে যায় দীর্ঘশ্বাস লুকিয়ে।

পুতুলের মত করে বড় করা মেয়েটা যখন "চিকনি চামেলী লেহেঙ্গার" বায়না ধরে নাওয়া খাওয়া ছেড়ে দেয়,তখন বাবারা কিছু টাকা ধার নিয়ে মেয়ের শখ মেটায় ঠিকই, পরের দিন থেকে তিন মাইল দূরের অফিসে যাওয়া শুরু করে পায়ে হেঁটে। প্রতিটা পদক্ষেপে ধারের টাকার কথা চিন্তা করে একবার করে দীর্ঘশ্বাস লুকোয় তারা।
অফিস থেকে ফেরার পর ঘামে ভেজা জামা দেখে স্ত্রী যখন জিজ্ঞেস করে ঘামের কারন, তখন আবারও একবার দীর্ঘশ্বাস লুকোয় তারা।

বেশ কয়েক বছরের সংগ্রামের সহযাত্রী স্ত্রী যখন হঠাৎ একদিন কমপ্লেইনের বস্তা খুলে তাকে আক্রমন করে, তখন ফ্যালফ্যাল করে চেয়ে থাকা ছাড়া আর কি-ই বা করার থাকে মানুষের? মুখে কুলুপ এঁটে দীর্ঘশ্বাস চাপে তারা।

মধ্যবিত্ত বাবারা খুব একাকী হয়। সবার মাঝে থেকেও একাকী। তাদেরকে কেউ বুঝতে পারে না, তাদেরকে বুঝার চেষ্টাও করে না কেউ। জীবনটা নিংড়ে দিয়েও ব্যর্থ থাকে তারা, সবার কাছে।।

মন্তব্য ১২ টি রেটিং +৫/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ২:৩৮

সুইসাইড সাইলেন্স বলেছেন: ভীষণ ভালো লাগলো । শেয়ার করতে পারি ?

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:১৭

উড়ন্ত শিক্ষানবিস বলেছেন: জি, অবশ্যই :)

২| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৩:০৫

ফেরদৌসা রুহী বলেছেন: হুম।

মধ্যবিত্ত বাবা, মা সবার মনেই থাকে চাপা কষ্ট।

৩| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৩:৩২

আরাফআহনাফ বলেছেন: মধ্যবিত্ত মানেই চাপা কষ্ট।
রকমফের সবখানেই এক, ঊনিশ কিংবা বিশ।

শুভ রাত্রি।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:১৯

উড়ন্ত শিক্ষানবিস বলেছেন: শুভ রাত্রি।

৪| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ ভোর ৬:৪৮

রাশেদ রাহাত বলেছেন: একটি উদাহরন হতে পারে আমার বাবা। আমার জন্মের মাত্র এক বছর পর মালেশিয়াতে গিয়েছিলেন। তারপর শুরু করলেন সংগ্রাম। পুরো একুশ বছরে মাত্র ১৪মাস (৩বারে) বাড়িতে ছিলেন।
আমি আমরা সকলে উনাকে নিংরে খেয়েছি। সর্বশেষ নিজেই লাশ হয়ে আমাদের সামনে ধরাশায়ি হলেন। এইতো আর ২মাস পরেই তার মৃত্যু বার্ষিকী।
ধন্যবাদ আপনার লেখার জন্য।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:১৮

উড়ন্ত শিক্ষানবিস বলেছেন: খারাপ লাগল ভীষণ :(
সমব্যাথী।

৫| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৪১

শরীফ বিন ঈসমাইল বলেছেন: এরই নাম বাবা যে নিজের জীবনের সব টুকু আপনার জন্য করে দিতে ১ বার ভাবে না।
আর আমরা কি করি তার জন্য...................??

৬| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:০৬

উল্টা দূরবীন বলেছেন: ভালো লাগলো লেখাটা।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:১৮

উড়ন্ত শিক্ষানবিস বলেছেন: ধন্যবাদ :)

৭| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৫২

নিরব ঘাতক ফাহিম বলেছেন: লাইক

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:১৮

উড়ন্ত শিক্ষানবিস বলেছেন: ধন্যবাদ আপনাকে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.