নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জঙ্গল থেকে উঠে আসা মানুষ। খুব সহজে মানুষকে আপন ভেবে বসি, তাই দিনশেষে কষ্টের পাল্লাটা ভারী হতেই থাকে। ছোটবেলা থেকে \"মাসুদ রানার\" ভক্ত ছিলাম। এজন্যই হয়তো নিজেকে একটা রহস্যের মায়াজালে আড়াল করে রাখাটা স্বভাবে পরিণত হয়েছে।।

উড়ন্ত শিক্ষানবিস

উড়ন্ত শিক্ষানবিস › বিস্তারিত পোস্টঃ

"বাপ মারা রাগ"

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৫৩

মানুষের "রাগ" অদ্ভুত, বড় বেশি অদ্ভুত।

কনসিকোয়েন্স কি হতে পারে চিন্তা না করেই রাগের বসে ধুম করে কিছু একটা করে বসলে যে তার ফলাফল কি হতে পারে তা হয়তো আপনার কল্পনারও বাইরে।

আমার স্কুল লাইফে এক বন্ধু ছিল, কলেজে উঠে খারাপ কিছু একটা করায় ওর বাবা ওকে বেদম মেরেছিল। বাবার উপর রাগ দেখায়ে বাসা ছেড়ে চলে গিয়েছিল কাউকে কিছু না জানিয়ে। সপ্তাহখানেক চিটাগাংয়ে বন্ধুর বাসায় মাস্তি করে এসে শুনে তার বাবা টেনশনে হার্ট অ্যাটাক করে মারা গেছে!!

--------------

কিছুদিন আগে ফেইসবুকে একজন ইনবক্সে জানিয়েছিল "ভাইয়া, হয়তো এটাই আমার লাস্ট টেক্সট। নিজেকে কনট্রোল করতে পারতেছিনা, রাগে ফেটে যাচ্ছি। যেকোনো মুহূর্তে কিছু একটা করে বসব।" - রাতে টেক্সটটা দেখিনি আমি। ঘুম থেকে উঠে টেক্সটটা দেখামাত্র ধ্বক করে উঠেছিল বুকের ভেতর। ভয় পেয়েছিলাম, যতটা পেয়েছিলাম মেয়েটার জন্য তার চেয়ে বেশি ভয় পেয়েছিলাম ওর বাবা-মার কথা ভেবে।

হয়তো নিজে ঠিকই চলে আসবে মৃত্যুর মুখ থেকে, পেছনে লজ্জায়-গ্লানিতে মরে পড়ে থাকবে ব্যর্থ বাবা-মা।

------------

"রাগ" খুব স্বাভাবিক একটা মানবিক দোষ। একে কনট্রোল করতে শিখতে হয়। "রাগের বসে করে ফেলেছি" বলেই কিন্তু পার পাওয়া যায় না।

রাগের বসে মাকে দুটো কটু কথা শোনানোর পর কাঁদতে কাঁদতে শরীর খারাপ হয়ে মারা গেল মা!! - এমন রাগের কোনো মাফ হয় না।।

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৫৪

নিরব ঘাতক ফাহিম বলেছেন: লাইক

২| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ ভোর ৪:৫৪

ফেরদৌসা রুহী বলেছেন: হুম।

তারপরও আমরা রাগ করি, রাগ দেখাই বিভিন্ন কারনে।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:১০

উড়ন্ত শিক্ষানবিস বলেছেন: সচেতন হতে হবে :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.