| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কিছুদিন আগেও যখন বাংলাদেশ ক্রিকেট টিম "ছোট ভাই"দের কাতারে ছিল তখন দেখতাম বড় বড় কম্পিটিশনগুলোর প্রোমোতে চিপায়-চুপায় বাংলাদেশের দুই-একটা ছবি দেখা যেত। মাঝে মাঝে অতটুকু ভদ্রতাও কেউ দেখাতো না।
খুব বেশি খারাপ লাগত আমার। দাঁতে দাঁত চেপে সহ্য করে যেতাম এই নীরব অপমান।
আজ দিন বদলেছে আমাদের। এখন বড় কম্পিটিশনের ট্রফি হাতে পোজ দেওয়ার সময় আমাদের দলনেতারা কনফিডেন্টলি পোজ দেন, তারা জানেন যেকোনো মুহূর্তে এই ট্রফি হাতে চলে আসাটা খুবই স্বাভাবিক, সেই সামর্থ্য আমাদের আছে।
দিন বদলে গেছে আমাদের, কিন্তু মানসিকতা হয়ে গেছে খুব খারাপ। আমরাও এখন বড় দলের বড় সমর্থকদের মত "আমরা কি হনুরে" টাইপের আচরন করি। তাহলে তাদের সাথে আমাদের পার্থক্যটা রইল কই??
আগে তারা আমাদেরকে নীরবে অপমান করত এখন আমরা "ছোট ভাই"দেরকে অপমান করি। আজ আমাদের দেশে এশিয়া কাপ। হাজারটা পোস্টারে ছেয়ে গেছে ঢাকা, অনলাইনে ভাসছে হাজারো ছবি। কিন্তু চিপা-চুপা ছাড়া কোথাও দেখিনা সংযুক্ত আরব আমিরাতের কোনো নিশান! অথচ ওরা কিন্তু বাছাইপর্বে আফগানিস্তানকেও হারিয়ে এসেছে,যেই আফগানরা টি-টোয়েন্টিতে আমাদের উপরের টিম!! গতকালও কাঁপিয়ে দিয়েছিল শ্রীলংকাকে। জানিনা আজ কি হবে রেজাল্ট!!
পছন্দ হয়নি আমার, বাংলাদেশের সমর্থকদের গলাবাজি একদমই পছন্দ হয় না। কয়েকটা ম্যাচে ভারত-পাকিস্তানকে হারিয়েছি আমরা, হয়তো এখনই তাদের সাথে মাঠে লড়াই করার সামর্থ্যও চলে এসেছে........ কিন্তু মাঠের বাইরে গলাবাজি করার মত কিছুই এখনো আমাদের নেই। ইতিহাসের দিকে তাকালে বরং লজ্জাই পেতে হয় আমাদের।
বিভিন্ন ইন্টারন্যাশনাল পেজে ভারত-পাকিস্তানকে গালি দিয়ে আমরা ধুয়ে দেই বলেই তারা আমাদেরকে সুযোগ পেলেই ন্যাংটো করে ছেড়ে দেয়।
সুযোগটা আমরাই করে দিয়েছি। কাউকে রেসপেক্ট করলেই কেবল রেসপেক্ট পাওয়া যায়। সমর্থক হিসেবে অন্য টিমকেও রেসপেক্ট করতে শিখুন, তাদের কাছ থেকেও রেসপেক্ট পাবেন।।
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:০৯
উড়ন্ত শিক্ষানবিস বলেছেন: খেলোয়াড়দের সাথে দর্শকদেরও ম্যাচিওরড হতে হবে।
২|
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:০৮
কবি এবং হিমু বলেছেন: ভাই গতকালকের খেলা দেখার পর আজ যা স্কোর মনে সত্য একটা ভয় কাজ করতেছে।চিপায়-চুপায় আজ নি তারা হাঁরিয়ে দেয়
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:০৯
উড়ন্ত শিক্ষানবিস বলেছেন: ভয় কেটে গেছে ![]()
৩|
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৫৫
বিজন রয় বলেছেন: আরো ভাল করতে হবে।
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:১১
উড়ন্ত শিক্ষানবিস বলেছেন: হবে ধীরে ধীরে।
৪|
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৩৩
হাসান কালবৈশাখী বলেছেন:
এটিও পড়ুন - view this link
©somewhere in net ltd.
১|
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৩৫
ক্ষুদ্রমানব বলেছেন: ভালোই বলেছেন। একমত প্রকাশ করছি।