নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জঙ্গল থেকে উঠে আসা মানুষ। খুব সহজে মানুষকে আপন ভেবে বসি, তাই দিনশেষে কষ্টের পাল্লাটা ভারী হতেই থাকে। ছোটবেলা থেকে \"মাসুদ রানার\" ভক্ত ছিলাম। এজন্যই হয়তো নিজেকে একটা রহস্যের মায়াজালে আড়াল করে রাখাটা স্বভাবে পরিণত হয়েছে।।

উড়ন্ত শিক্ষানবিস

উড়ন্ত শিক্ষানবিস › বিস্তারিত পোস্টঃ

"ঘটনা খুবই সাধারন কিন্তু শিক্ষা অনেক বড়"

০৫ ই মার্চ, ২০১৬ রাত ১১:১২

কিছুদিন আগে এক ভদ্রমহিলা একটা চাইনিজ রেস্টুরেন্টে বেশ কয়েকজন ফ্রেন্ডের সাথে বসে খাচ্ছিলেন। হঠাৎ করে কোনো কথাবার্তা ছাড়া একটা তেলাপোকা এসে পড়ল একদম ভদ্রমহিলার কোলের উপর!! তো এরপর যা ঘটার তাই ঘটল। মহিলা চিল্লাচিল্লি করে চোখ বন্ধ করে লাফঝাঁপ দিয়ে একাকার অবস্থা!! পুরো রেস্টুরেন্টের সব মানুষ তাকিয়ে ছিল ওনাদের দিকে।

কিছুক্ষন লাফঝাঁপ চলার পর তেলাপোকাটা ছিটকে গিয়ে পড়ল তার পাশের মহিলার গলায়! এবার তো আরও মারাত্মক অবস্থা!! মহিলার নাচন-কুঁদন আর দেখে কে!!

এভাবে তেলাপোকাটা ৪ জন মহিলাকে নাচিয়ে উড়ে গিয়ে বসল ওয়েটারের শার্টে। ওয়েটার চুপচাপ কিছুক্ষন দেখল তেলাপোকাটা কিভাবে নড়াচড়া করছে। এরপর সুযোগ মত খপ করে তেলাপোকাটাকে চেপে ধরে জানালা দিয়ে বাইরে ছুড়ে দিল।

------------------------------

খুব সহজ সরল দৈনন্দিন জীবনে ঘটা বিতিকিচ্ছিরি ঘটনার একটি গল্প, তাইনা??

কিন্তু এই গল্পের মাঝেও বিশাল শিক্ষণীয় একটা ব্যাপার লুকিয়ে আছে।

ব্যাপারটা হল, পুরো ঘটনায় "তেলাপোকা" হল একটা "সমস্যা"র নাম। কিন্তু এই "সমস্যা" কি আসলে বিতিকিচ্ছিরি ঘটনাটা ঘটিয়েছে?? নাকি প্রথম ভদ্রমহিলার ভয়াবহ রিঅ্যাকশন পুরো ঘটনার জন্য দায়ী?? একটু ভেবে দেখুন।

------------------------------

সারাটা জীবন আমরা হাজার ধরনের সমস্যার মুখোমুখি হই। কিন্তু এই সমস্যাগুলো কিন্তু আসলে আমাদের জীবনের ব্যাড়াছ্যাড়া অবস্থা বানিয়ে দেয় না। বরং সেই সমস্যাগুলোকে পেয়ে আমরা কিভাবে রিঅ্যাক্ট করছি সেটাই হল দেখার বিষয়। আপনি যত বীভৎসভাবে রিঅ্যাক্ট করে আপনার প্রবলেমগুলোকে ফেইস করবেন আপনার জীবনের হযবরল অবস্থা ততই বাড়তে থাকবে।

উল্টোদিকে আপনি যদি সেই ওয়েটারের মত শান্তভাবে আপনার জীবনের সব প্রবলেম পর্যবেক্ষণ করে ঠান্ডা মাথায় একটা ডিসিশন নিতে পারেন তাহলে আপনার জীবনটা তত বেশি সাবলীলভাবে পার করতে পারবেন।

সবসময় মনে রাখবেন রিঅ্যাক্ট করাটা মানুষের জন্মগত বদস্বভাব, আর ভেবেচিন্তে "রেসপন্স" করাটা বুদ্ধিমানের কাজ।।

মন্তব্য ৩ টি রেটিং +৪/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৫ ই মার্চ, ২০১৬ রাত ১১:১৪

বিজন রয় বলেছেন: অনেক সময় ছোট ঘটনা বড় শিক্ষা দেয়।
++++

২| ০৬ ই মার্চ, ২০১৬ রাত ১২:২৯

কথাকথিকেথিকথন বলেছেন: দারুণ সাংঘর্ষিক দেখিয়েছেন । ভাল লেগেছে ।

০৭ ই মার্চ, ২০১৬ রাত ৯:০২

উড়ন্ত শিক্ষানবিস বলেছেন: আপনাকে ধন্যবাদ :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.