![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সময় বয়ে যায়, ক্ষয়ে যায় জীবন, মন, সৃষ্টি, ক্লেদের গ্লানি জমা হোল যত যথাপি ঝরে যায় বৃষ্টি।
ভাল্লাগেনা
কোন কিছু ভালো লাগেনা
সময় যেন আর কাটেনা,
ঘুমিয়ে পরে বারে বারে মন
বিছানার প্রেম যেন চির জীবন।
কেও বলে নাকো "এই ওঠো "
জড়িয়ে ধরে সোহাগ স্পর্শে ওষ্ঠ,
ঘাড়ে তপ্ত নিশ্বাস পরে নাকো কারো
হাহাকারে ঘুমের প্রেম বাড়ে আরো।
চারিদিকে কোলাহল আছে সবই
নিরবে চেয়ে দেখি প্রেম কম খুবই,
জীবনের টানে আপোষ সন্ধি মানা
অভিনয়ে মেকি জীবনের ঘানি টানা।
তাহলে দ্যাখো অলিকের ভিড়ে কে একা
আরশীতে কেবল মরীচিকার দেখা,
চকিতে নেচে ওঠে শরীর মন
এখানে এখন খোজ ভালবাসার ধন।
©somewhere in net ltd.