![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সময় বয়ে যায়, ক্ষয়ে যায় জীবন, মন, সৃষ্টি, ক্লেদের গ্লানি জমা হোল যত যথাপি ঝরে যায় বৃষ্টি।
ভালবাসা দিবসের সুখ
তোমাকে ভালবাসি বলে
জীবন এত বেদনা বিধুর,
তোমাকে ভালবাসি বলে
পালিয়ে বেড়াই সাত সমুদ্দুর।
তোমাকে মনে রাখি বলে
মন বিদ্রোহী হোল বিশৃঙ্খল,
তোমাকে উপড়ানো যায়না বলে
বিষন্নতায় ভরা জীবনের অর্গল।
তোমাকে হারাতে হোল বলে
হৃদয় ভেঙ্গে চুরমার বেশুমার
তোমাকে পাবোনা বলে
ভাঙ্গা মনে নাই জীবনের কারবার।
তোমাকেই তবু ভালবাসি বলে
অনুড়ার দল হোল বিমুখ,
তোমাকেই যতনে রাখি বলে
ভালবাসা দিবসের এত সুখ।
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:০৩
সামাইশি বলেছেন: মনের মধ্যে শুধু দুখ (আমার মনের মাঝে ). ধন্যবাদ।
২| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:২৭
মাহবু১৫৪ বলেছেন: ভাল লেগেছে
+++
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:০৩
সামাইশি বলেছেন: ধন্যবাদ।
৩| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:২১
আরণ্যক রাখাল বলেছেন: ভাল লেগেছে।
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:২৩
সামাইশি বলেছেন: ধন্যবাদ ভাই। খুশি হলাম ভালো লেগেছে জেনে।
©somewhere in net ltd.
১|
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:০২
বিজন রয় বলেছেন: ভালবাসায় অনেক সুখ।
++