![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সময় বয়ে যায়, ক্ষয়ে যায় জীবন, মন, সৃষ্টি, ক্লেদের গ্লানি জমা হোল যত যথাপি ঝরে যায় বৃষ্টি।
বাংলা গান
গীতিকার: মোকাই
হায় হায় এই দুনিয়ায় আমি কি করিলাম
খালি খালি কান্দি আমি ধরায় কি পাইলাম,
কি কারনে আমি তাসের ঘর বান্ধিলাম
মিছে মায়ায় আমি মরিচীকা কুড়াইলাম।
কি নিয়া পরপারে যাইবো গো আমি
সব পথই আল্লাহ দেখাইছিলা তুমি,
আমি না বুজিয়া সব পথ হারাইলাম
দুই দিনের দুনিয়াদারীতে নিজেরে সপিলাম।
পরকাল হবেনা তো এতো গো সোজা
দিন থাকতে আমার হইলো না বোজা,
দিনে দিনে আমি ঋনের বোঝা বাড়াইলাম
মনের মধ্যে আমি মিথ্যা প্রেম পুষিলাম।
হায় হায় আগে আমার চক্ষু খুলতো যদি
জল সেচিয়া শুকাইতাম পাপের ও নদী,
সবার আগে তোমায় আমার মন সপিতাম
অঝোরে কান্দি, যদি তোমার দেখা পাইতাম।
০৪ ঠা মে, ২০১৬ রাত ১১:১৪
সামাইশি বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য। গীতিকার হচ্ছে মোকাই ব্লগ নিকের পুরো নাম। সুরকার না হয় আপনি হয়ে যান!
২| ০৫ ই মে, ২০১৬ ভোর ৬:৩৭
রুদ্র জাহেদ বলেছেন: সুন্দর গান
০৫ ই মে, ২০১৬ সকাল ৮:৪৯
সামাইশি বলেছেন: ধন্যবাদ ভাই। অনেক অনেক শুভ কামনা।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা মে, ২০১৬ রাত ১০:২৬
আহমেদ জী এস বলেছেন: সামাইশি ,
গানের কথা ভালো তবে গীতিকার মোকাইকে চিনতে পারিনি । সুরকার কে গানটির ?