![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সময় বয়ে যায়, ক্ষয়ে যায় জীবন, মন, সৃষ্টি, ক্লেদের গ্লানি জমা হোল যত যথাপি ঝরে যায় বৃষ্টি।
কোন গন্তব্যে!
পিতা মাতা ভ্রাতা ভগ্নি দারা পরিবার
তোমারে যে বড় করিল মা সকলার,
শিশু ছিলে তুমি অথৈ সমুদ্রে নাহি ভূমি
নিজেরে ডুবায়ে আগলালো তোমারে চুমি।
নিজে না খেয়ে খাওয়ালো সে তোমায়
যুগে যুগে মায়ের স্বরূপ সব জমানায়,
অসুখ বিসুখে বয়স ভেদে মায়ের পরশ
বিদায় ব্যামো গভীর প্রশান্তি মন সরস।
পিউবার্টিতে রিপুর তাড়নায় বহির্গামী
যোজনায় ফেলো মা, জানেন অন্তর্যামী,
কাম ভাবে যে দেবীর আসনে অর্ধাঙ্গিনী
জননী রইলো দুরে অন্ত:পুর পরবাসিনী।
অবলীলায় কর কর্তন মায়ের মন বোকা
তবুও কর্তিত মন কয় ভালো থাক খোকা,
এমনি করিয়া শেষ অবধি সে জন্মদাত্রী
অনাগত দিনে তুমি কোন গন্তব্যের যাত্রী?
০৯ ই মে, ২০১৬ ভোর ৫:৪৮
সামাইশি বলেছেন: আপনাকে অন্তরের অন্ত:স্থল থেকে ধন্যবাদ।
২| ০৮ ই মে, ২০১৬ সন্ধ্যা ৭:১৩
মোঃ জাফর আলম ভুইয়া বলেছেন: অনেক সুন্দর
০৯ ই মে, ২০১৬ ভোর ৫:৪৯
সামাইশি বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাই।
©somewhere in net ltd.
১|
০৮ ই মে, ২০১৬ সন্ধ্যা ৬:৪০
কবি হাফেজ আহমেদ বলেছেন:
অবলীলায় কর কর্তন মায়ের মন বোকা
তবুও কর্তিত মন কয় ভালো থাক খোকা,
এমনি করিয়া শেষ অবধি সে জন্মদাত্রী
অনাগত দিনে তুমি কোন গন্তব্যের যাত্রী?
চমৎকার লেখনি।
ভায়ের প্রতি ভালোবাসা অটুট থাকুক সবসময়।