![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সময় বয়ে যায়, ক্ষয়ে যায় জীবন, মন, সৃষ্টি, ক্লেদের গ্লানি জমা হোল যত যথাপি ঝরে যায় বৃষ্টি।
"How Many Paddy How Many Rice"
জানোনা কত ধানে কত চাল
ইউনেস্কো কোথাকার আবাল,
বিজ্ঞাপনের হরিদাস পাল
মুগ্ধতায় পুত্র টাল মাটাল।
অকাট মূর্খ বোকার স্বর্গের দল
বোঝোনা দাদার ক্লিন কোল প্রযুক্তির ফল,
বিশেষজ্ঞ সকল হীরক রাজার হীরে
যন্তর মন্তর বাণী শুনে ইউনেস্কো গেলো ফিরে।
কে বলে বায়ু প্রবাহ, পানি প্রবাহ সুদূরে বয়
হীরক রাজার ভয়ে নয় কিলোমিটারে থেমে রয়,
ইউনেস্কো ব্যাটারা মিথ্যুক জোচ্চোর
বলে কিনা দাদারা তথ্য দেয়না পরাপর।
বোজো নাকো ১৩২০ মেগাওয়াটের যজ্ঞ
দীর্ঘ মেয়াদে ধ্বংসিবে সব হীরক রাজা চোখ কানা অজ্ঞ।
২৮ শে সেপ্টেম্বর, ২০১৬ ভোর ৬:৩১
সামাইশি বলেছেন: আপনাকে অনেক অনেক ধন্যবাদ ও শুভ কামনা।
২৮ শে সেপ্টেম্বর, ২০১৬ ভোর ৬:৩১
সামাইশি বলেছেন: আপনাকে অনেক অনেক ধন্যবাদ ও শুভ কামনা।
©somewhere in net ltd.
১|
২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:১০
শামছুল ইসলাম বলেছেন: চমৎকার ব্যঙ্গাত্নক কবিতা ।
//কে বলে বায়ু প্রবাহ, পানি প্রবাহ সুদূরে বয়
হীরক রাজার ভয়ে নয় কিলোমিটারে থেমে রয়,
ইউনেস্কো ব্যাটারা মিথ্যুক জোচ্চোর
বলে কিনা দাদারা তথ্য দেয়না পরাপর।//
ভাল থাকুন । সবসময় ।