![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সময় বয়ে যায়, ক্ষয়ে যায় জীবন, মন, সৃষ্টি, ক্লেদের গ্লানি জমা হোল যত যথাপি ঝরে যায় বৃষ্টি।
নান্টু ঘটকের "ঢাকাইয়া ভার্সন"
(এইডা কইলাম প্যারোডি আবার বেবাক্তে মিল্লা আমারে ঝামেলায় ফালায়েননা)
নাটকির পো নান্টু ঘটক বিতলামি কইরা
কান্চা বয়ছে দিলো ছাদি করাইয়া,
অহন আমি তো মাইনকার চিপায় ফাইসা গেলাম।
মহল্লার মুরুব্বিরা বেবাকতে আওয়াজ দিলো
অত টেনসন লৈয়না, আমরা কই কি
পোলার খোমা দ্যাখছ, মাছাল্লাহ
জিন্দেগীতে ভি আর টুকায়া পাইবানা ওই রহম পোলা
দিলটায় মনে হইব গুলিস্তানের কামানের গোলারে
কামানেরই গোলা।
মুরুব্বিগো বাত ই কি আছলে ঠিক নিহি,
ছবতে তো তারে দিলওয়ালা ঠাওরায়বার লাগছে,
আছলে তো মনে লয় আমার লগে দিগদারি করতাছে।
মাগর দেইখা তো জব্বর মফিজ মফিজ লাগে
আমার লেইগা অর পরানে বলে কূছ কূছ জাগে,
আয় হায় বাচুম নি,কামানের গোলারে।
০২ রা মে, ২০১৭ রাত ১২:২৮
সামাইশি বলেছেন: আমার এটা পড়ে কি ক্লান্তি দূর হয়েছে?
২| ২৭ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৪:১০
ধ্রুবক আলো বলেছেন: ভালো লাগলো
০২ রা মে, ২০১৭ রাত ১২:২৮
সামাইশি বলেছেন: আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
২৭ শে এপ্রিল, ২০১৭ দুপুর ২:১০
রাজীব নুর বলেছেন: ব্লগে ব্লগে কবিতা পড়তে -পড়তে আমি ক্লান্ত।