![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সময় বয়ে যায়, ক্ষয়ে যায় জীবন, মন, সৃষ্টি, ক্লেদের গ্লানি জমা হোল যত যথাপি ঝরে যায় বৃষ্টি।
কবি তাড়িত।
বাসন্তী পূর্নিমার সেই গলিত জোসনা ঠিক তেমনি আছে।
ঠিক তেমনি আছে ইথারের নাট্য পট
তেমনি আছে আমার মন,
যেমন ছিল লেপ্টে
কবির কবিতা খানি হৃদয় সিন্ধুক ।
প্রেমিকের সমর্পিত নিবেদন
মরুদ্যানের খর্জুর বীথিতে
যার তলদেশে উষ্ণ ঝরনা ধারা প্রবাহিত।
বদলে গেছি আমি।
সময় তাড়িয়ে নিয়ে এসেছে আমাকে কালের ক্ষণে।
কাগুজে রসায়নের প্রত্যায়িত ছন্দে যন্ত্রচালিত সাইবর্গের আদলে।
তথাপি খুঁজে ফিরি সোনার চাবিতে
পূরুষের প্রতিসরতায় সেই টুকরো টুকরো চাঁদ গলা জোসনা
আমার সময় আমার পৃথিবী আরশির সামনে ঠিক তেমনি আছে।
এক মায়াবী নিপুন মায়ায় আমার গোলাপী গালে
লেপ্টে আছে আজ অবধি।
জানতেও পারবেনা সেই কবি কোনদিন!
০৭ ই অক্টোবর, ২০১৮ ভোর ৫:০৬
সামাইশি বলেছেন: আপনাকে আন্তরিক ধন্যবাদ।
২| ০৬ ই অক্টোবর, ২০১৮ সকাল ৮:২৯
হাবিব বলেছেন: কবি তাড়িত- সেটা তার নিছক কল্পনামাত্র
বাসন্তী জোসনা গলে গিয়ে
বহিয়াছে বহু নদ,
কবির কবিতা খানি হৃদয় সিন্দুক
লেপ্টে ছিল মনে
শুধু বদলেছে ইথারের নাট্য পট।
প্রেমিকার সমর্থিত নিবেদন
আমি দেখেছিলাম-
মরুদ্যানে নয়; শীতল ঝর্ণা ধারায়,
সময়ের তাড়নায় আজ
কিংবা কালের টানে আমি-
আগের মতো নেই; বদলেছে সে আমায়।
কাগুজে আবার হতে পারে কি রসায়ন-
হতে পারে কবিতা কিংবা গল্প;
যন্ত্রচালিত সাইবর্গের আদলে,
সোনার চাবি আছে কি কোথাও?
পেতেও পারেন-
খুঁজে দেখুন আজ অল্প।
খুব দেখতে ইচ্ছে করছে
পুরুষের টুকরো টুকরো চাঁদ, আর-
গলিত জোসনা তাহার ;
বাড়ির পাশের আরশির খোঁজ আমি
আজো পাইনি,
কি করে বুঝবো বলেন আরশি পৃথিবীর?
একটি চুমুতে কি মায়াবীর মায়া বুঝা যায়?
গাল গোলাপি কিংবা সাদা-
লেপ্টে তো নেই; নাই সে কবির হৃদে
তাইতো এমন জানা-অজানার ধাঁধা
০৭ ই অক্টোবর, ২০১৮ ভোর ৫:০৭
সামাইশি বলেছেন: নিজের লেখা নিজ ব্লগে পোস্ট করলেই হয়. শুভ কামনা।
৩| ০৬ ই অক্টোবর, ২০১৮ সকাল ৯:০০
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।
০৭ ই অক্টোবর, ২০১৮ ভোর ৫:০৭
সামাইশি বলেছেন: আন্তরিক ধন্যবাদ।
৪| ০৬ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:২২
সনেট কবি বলেছেন: বেশ
০৭ ই অক্টোবর, ২০১৮ ভোর ৫:০৮
সামাইশি বলেছেন: ধন্যবাদ।
৫| ০৬ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:২৬
অব্যক্ত কাব্য বলেছেন: কবিতায় ভালো লাগা জানবেন
০৭ ই অক্টোবর, ২০১৮ ভোর ৫:০৮
সামাইশি বলেছেন: আন্তরিক ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
০৬ ই অক্টোবর, ২০১৮ সকাল ৭:৩৩
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো লাগলো কবিতা, অনেকটা কঠিন মনে হলো আমার কাছে।
সুন্দর কথামালা