![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সময় বয়ে যায়, ক্ষয়ে যায় জীবন, মন, সৃষ্টি, ক্লেদের গ্লানি জমা হোল যত যথাপি ঝরে যায় বৃষ্টি।
বাংলা ছায়া ছবির গান
গীতিকার: মোকাই ।
তোমার ওই রূপ দেখে
কি যে হয় মোর দু চোখে
আমি হারিয়ে যাই বহুদূর
গিরি খাদ পাহাড় সমুদ্দুর।
যখন তোমার নিটোল গালে
মিথুনের শীত বসন্ত কালে
হলুদের রঙ্গে ঝরে কামনা
হৃদয়ে ওঠে প্রেমের যাতনা।
তখন তোমার গোলাপী অধরে
কেঁপে কেঁপে রস সুধা ঝরে
আমি নেশায় বিভোর হই
বিবক্ষায় সুবাসে মজে রই।
অমনি তোমার করাল গ্রীবায়
বাকে ঢেউ তুলে আহ্বান মথুরায়
পেতে দেয়া মদিরায় সমর্পণ
শৃঙ্গারে কম্পনে মধুর মিলন।
তোমার ওই রূপের নেশায়
পাগল আমি স্বপ্ন মরিচিকায়।
২| ১২ ই অক্টোবর, ২০১৮ সকাল ৮:১২
এস এম ইসমাঈল বলেছেন: আহ! কী সুন্দর, মন জুড়িয়ে গেলো এই সাত সকালে।
কোনটা আগে বলব? ছবির নাকি কাব্যের?
নিখাদ প্রেমের নিটোল ছবি। এক্কেবারে আপনার প্রিয়ার মত।।
হে কবি! এ কী করলে তুমি?
ভেবেছিলুম, আমি আজ তাকে প্রপোজ করব,
দামী বিদেশী ফুলের তোড়া, ডায়মন্ড রিং
সবকিছু ছিল রেডি,
কিন্তু এ কী করলে তুমি?
এত সুন্দর নিটোল কাব্য গাঁথা দেখে
সে তোমাকেই ওকে করে দেবে
হায় হায় হায়!!! এখন আমার কী হবে?
না না না! এ পরাজয়
আমি কিছুতেই মানতে পরছি না।
১৪ ই অক্টোবর, ২০১৮ রাত ২:১৭
সামাইশি বলেছেন: নিজের প্রিয়ার মধ্যে তাকে খুঁজে নিলে হয়। শুভ কামনা।
৩| ১২ ই অক্টোবর, ২০১৮ সকাল ৮:৩১
হাবিব বলেছেন: মনে প্রেম জাগিলো আপনার বাড়ি এসে
১৪ ই অক্টোবর, ২০১৮ রাত ২:১৯
সামাইশি বলেছেন: আমি মরি হেসে হেসে। আপনার জীবন প্রেমময় হয়ে উঠুক।
৪| ১২ ই অক্টোবর, ২০১৮ সকাল ১১:১২
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: গানের তো সুরই খুঁজে পাচ্ছি না
১৪ ই অক্টোবর, ২০১৮ রাত ২:২০
সামাইশি বলেছেন: এ আর রহমান কে ভাড়া করতে হবে, হা.....................হা............................হা............................
সুস্থ ও সুন্দর থাকুন।
৫| ১২ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:২৪
রাজীব নুর বলেছেন: বাহ !!!
১৪ ই অক্টোবর, ২০১৮ রাত ২:২২
সামাইশি বলেছেন: ধন্যবাদ ও শুভ কামনা।
©somewhere in net ltd.
১|
১২ ই অক্টোবর, ২০১৮ সকাল ৭:৫৫
এস এম ইসমাঈল বলেছেন: ভিলেন ঃ
“ঐ ব্যাটা, সুজন!
তোরে আমি মানা করছিলাম না
সখীর পিছে পিছে ঘুর ঘুর করবি না
কথা তোর কানে যায় না?
সখী শুধু আমার
আর কারো না”!