![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সময় বয়ে যায়, ক্ষয়ে যায় জীবন, মন, সৃষ্টি, ক্লেদের গ্লানি জমা হোল যত যথাপি ঝরে যায় বৃষ্টি।
মনের নামাজ।
রূপ রস বর্ণ গন্ধে ধরিত্রীতে আনন্দেতে
উপভোগের আলোয় কদাচিত উদ্ভাসিত,
অবদমনের করাল গ্রাসে দ্যুতি তিরোহিত
যারে তুমি দিলে প্রাণ অকালে সংহারে উদ্যত।
তোমার হাতের ক্র্রীড়নক যারা পরাক্রমশালী নয়কো
অকারণ কি করে আস্ফালন বিনা আঙ্গুলি হেলনে।
তোমার অদেশেই মর্ত্যে পাঠাও যে প্রাণ
হয়ত সাদা, নয়তো কালো, অথবা পিঙ্গল,
প্রকৃতির অমোঘ নিয়মের যদি হোল ব্যত্যয়
কাহারে দুষিবে সে উপসংহার যে জানা নয়।
অনিবার্যতাই যদি না এড়ানো গ্যালো
তাসের ঘরে কি আর কীর্তি রচিত হয় বলো,
অবয়বে দিলে কায়া, জিয়ন কাঠি আত্বায়
তোমার লীলা বোঝা ভার ক্ষুদ্র এ স্বত্তার।
সমুখে যাবো বলে পিছনের পথ যদি রুদ্ধ করে দিতে
হয়তো কন্টক আরো বিদ্ধ হবে, তথাপি পথ সামনের ই দিকে।
১৭ ই অক্টোবর, ২০১৮ ভোর ৬:৩৬
সামাইশি বলেছেন: আহারে মনের আকুতি। ধন্যবাদ ।
২| ১৬ ই অক্টোবর, ২০১৮ সকাল ৭:৫৫
নজসু বলেছেন: যারা দুনিয়াতে নিজেদেরকে পরাক্রমশালী মনে করে
তারা ক্ষণিকের জন্য হলেও ভুলে যায় আরও একজন
মহাপরাক্রমশালী আছেন।
১৭ ই অক্টোবর, ২০১৮ ভোর ৬:৪০
সামাইশি বলেছেন: সহমত। আনতরিক শুভেচছা।
৩| ১৬ ই অক্টোবর, ২০১৮ সকাল ৮:১২
হাবিব বলেছেন: পথ যেন রুদ্ধ না হয়, সামনের দিকে এগিয়ে যান।
১৭ ই অক্টোবর, ২০১৮ ভোর ৬:৩৭
সামাইশি বলেছেন: ধন্যবাদ ।
৪| ১৬ ই অক্টোবর, ২০১৮ সকাল ৯:৪১
এ.এস বাশার বলেছেন: মনরে নামাজ দিয়ে কি মনের ক্ষুধা নিবারন বুঝিয়েছেন.....
১৭ ই অক্টোবর, ২০১৮ ভোর ৬:৪৩
সামাইশি বলেছেন: মনকেও নিবেদন তার তরে। শুভেচছা ।
৫| ১৬ ই অক্টোবর, ২০১৮ সকাল ১০:৫৬
কানিজ রিনা বলেছেন: রুহানী নামাজ আত্বিক নামাজ কয়জন পড়ে।
দৈহিক নামাজে সবাই ব্যাস্ত, নামাজ পড়ে
আবার চুরি দুর্নীতি সুদ ঘুস খায় তাদের
দৈহিক নামাজ হয় কিনা। যদিও পাঁচ ওয়াক্ত
নামাজেই আত্বিক নামাজ লুকিয়ে থাকে।
রুহানী আত্বিক নামাজ হয় যার, সে আর
দুনিয়াবি লালসায় মত্ব না হয়। সুন্দর আত্বিক
কবিতা। ধন্যবাদ।
১৭ ই অক্টোবর, ২০১৮ ভোর ৬:৪৮
সামাইশি বলেছেন: খুব সুনদর বলেছেন। সালাম নিবেন। ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
১৬ ই অক্টোবর, ২০১৮ সকাল ৭:৩৪
রাজীব নুর বলেছেন: যতখানি সাধ ততখানি সাধ্য কাহার আছে ।