![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সময় বয়ে যায়, ক্ষয়ে যায় জীবন, মন, সৃষ্টি, ক্লেদের গ্লানি জমা হোল যত যথাপি ঝরে যায় বৃষ্টি।
পরবাসী কুনো মন।
টিক টিক করে যায় বেজে ঘড়িটা
ঠিক ঠিক কি চলছে আমার মনটা!,
ক্রিং ক্রিং বেজে ওঠে টেলিফোন
কিসের টেনশনে ধুক ধুক করে এই মন।
চড় চড় ফ্রাই প্যানে ফোঁটে ফ্রেঞ্চ ফ্রাই
হৃদপিন্ড কাঁপে কিসের টেনশনের ট্রাই?
সড় সড় উপচে পড়ে বাথটাবের ফেনা
বডিসোপের সুবাস ছড়ায়না মনে হাসনাহেনা।
ওভেনের টাইমারে ঘোষনায় খাবার তৈরী
প্লেটের কোনেই পড়ে থাকা সব মন যে বৈরী,
হাই ডেফিনিসন হোম থিয়েটারে রোমান্স মুভি
খাখা করে এই মনটা কোথায় ক্যাম্পাসের রুবি।
শিরশির করে শিরদাড়া চোখ মেলে অন্ত:র্জালে
ধর্ষণ খুন দুর্নীতির শৈত্য প্রিয় মাতৃভূমির ঢালে,
আর কত সহে মন অতলান্তের উত্তরে প্রবাসী
স্বদেশের তরে কাঁদে হুহু করে নীরবে একাকী।
১৭ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:২৯
সামাইশি বলেছেন: আন্তরিক ধন্যবাদ ও শুভ কামনা।
২| ১৭ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:৩৮
কিরমানী লিটন বলেছেন: ভালো লাগলো ...
১৭ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:৩০
সামাইশি বলেছেন: আন্তরিক ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
১৭ ই অক্টোবর, ২০১৮ সকাল ৭:৫৪
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর কবিতা।