নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

উননুর

সামাইশি

সময় বয়ে যায়, ক্ষয়ে যায় জীবন, মন, সৃষ্টি, ক্লেদের গ্লানি জমা হোল যত যথাপি ঝরে যায় বৃষ্টি।

সামাইশি › বিস্তারিত পোস্টঃ

মা আমার।

২৮ শে অক্টোবর, ২০১৮ সকাল ৭:৩২


মা আমার।

এক আকাশ পৃথিবী আমার মা
চারহাতপা:র ধরণীতল আমার মা।

"বন্যেরা বনে সুন্দর শিশুরা মাতৃক্রোড়ে"
সেই বনেও মাতৃক্রোড় থেকে শিশুকে ছিনিয়ে নাও দেখি!
পারবে, তবে মার্ জীবনের বিনিময়ে।

মা নিজে না খেয়ে সন্তানেরে খাওয়ায়
চোখ মেলে দ্যাখো সকল মুখলুকাতে।

বিদেশ যাত্রায় মা পঞ্চাশ বছরের ছেলেকে
পরম মমতায় মুখে হাত বুলিয়ে দ্যায়
তেমনি সমান বা ততোধিক বয়সের
অসুস্থ সন্তানেরে পুরো অন্তর ঢেলে শুশ্রষা করে।

গভীর রাতে অচিন কালো পৃথিবীতে
গ্রামের কুটিরে পুরো পৃথিবীই এক মাত্র মা,
"আম্মা পেশাব করতে যাবো"

সেই মায়েরে কর ভাগ বৌয়ের পরে
মুখে ফাঁকা বুলি অন্তরে বিতৃষ্ণা অন্দরে,
কামভাবে কমভাব মোচনে অল্পে
রাধার উপরে কৃষ্ণের আঁটুনি স্বল্পে।

এহেন নাট্যপটে অনুপস্থিত কুমার
আগে, পিছ, উপর, নিচ, পাশাপাশ নাড়ির টান অনুখন,
নয়তো মুখের অতিকথন, আস্ফালন
জীবনের অলিগলি মারপ্যাচ অন্তর্জামীর বুনন।

আহারে "উফ" এর তীব্র কত শত সম্ভাষণ
শুধিতে মা'র ঋণ দিও মোরে হাজার বছর পরে মরণ।

২৭/১০/২০১৮ইং.

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৮ শে অক্টোবর, ২০১৮ সকাল ৮:২৭

রাজীব নুর বলেছেন: অত্যন্ত মনোমুগ্ধকর।

১৭ ই ডিসেম্বর, ২০১৮ ভোর ৬:১৭

সামাইশি বলেছেন: সুগভীর ধন্যবাদ।

২| ২৮ শে অক্টোবর, ২০১৮ সকাল ৮:৩২

আকিব হাসান জাভেদ বলেছেন: মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপোশ বানাইলেও এই ঋণ শোধ হবে না ।
কবিতা ভালো লাগলো ।

১৭ ই ডিসেম্বর, ২০১৮ ভোর ৬:১৯

সামাইশি বলেছেন: ভালোবাসা ও শুভ কামনা জানবেন।

৩| ২৮ শে অক্টোবর, ২০১৮ সকাল ৮:৪২

হাবিব বলেছেন: আহারে কি আকুতি! এই আকুতি কি কেউ শুনবে? আহা! কতো জ্বালিয়েছি মাকে! এই ঋণ শোধ হবে কি করে?

১৭ ই ডিসেম্বর, ২০১৮ ভোর ৬:২০

সামাইশি বলেছেন: অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.