নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

উননুর

সামাইশি

সময় বয়ে যায়, ক্ষয়ে যায় জীবন, মন, সৃষ্টি, ক্লেদের গ্লানি জমা হোল যত যথাপি ঝরে যায় বৃষ্টি।

সামাইশি › বিস্তারিত পোস্টঃ

দেশ এক খাসা হীরের বালিশে ঠাসা।

২২ শে মে, ২০১৯ সকাল ৮:৫৫

দেশ এক খাসা হীরের বালিশে ঠাসা।

পৃথিবীর যত সুখ যত শান্তি যত ভালবাসা
কোথায় আছে জানো! সে দেশ এক খান খাসা,
তোমরা খুঁজে দেখো না সে স্বপ্নের সোনার দেশকে
মনের ব্যথায় বুকের পীড়ায় খুঁজে পাবে তাকে।

ভেবে দেখেছো কি কখনো জাতির জনকের ভাষা
সোনার খনিতে ভরা সব চোর বাটপারে ঠাসা,
আম জনতা কভু কখনো করবে নাকো নালিশ
রাইয়ানের সিঁড়ি বেয়ে যদি মেলে হীরের বালিশ।

"মনের হরষে যে জন দিবসে" কৃষক ফলায় ধান সোনা
"ভাল্লাগে খুশিতে ঠ্যালায়" পুড়িয়ে নি:শেষ স্বপ্ন বোনা,
“যেই যায় লংকায় সেই হয় রাবন” প্রবাদ বড়ই খাঁটি
কৃষি কাজে খাদ্য খেয়ে মন্ত্রীর বিবেকের টুটি চেপে আটি।

হীরে ফলানো দেশে ধানের দাম এমন কি আর নস্যি
সেলুলয়েডে ফুটে উঠে হায়েনা রূপী জানোয়ার দস্যি,
খাজাঞ্চির উজির বড়ই পেরেশান সওদাগরগণ নাখোশ
মাত্র লাখ কোটিক টাকা অনাদায়ে করতে হবে আপোষ।

হীরের দেশে তোমরা যেদিকেতে চাও অবাক নাহি হও
বাইশ থেকে বাহান্ন সব লুটে নেয় তবুও চুপ করে রও,
সোনার ফসল ফলায় যাহার হাড়ক্লিষ্ট মুখ তাহার
হীরের খনির হীরের তোড়ে সব হীরের ই কারবার।

২১/০৫/২০১৯ইং.

মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২২ শে মে, ২০১৯ সকাল ১০:০৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: সমসাময়িক কবিতা
সুন্দর হয়েছে

২৪ শে মে, ২০১৯ দুপুর ১২:০৩

সামাইশি বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ।

২| ২২ শে মে, ২০১৯ দুপুর ১:১৮

রাজীব নুর বলেছেন: চমৎকার কবিতা।

২৪ শে মে, ২০১৯ দুপুর ১২:০৩

সামাইশি বলেছেন: আপনাকে আন্তরিক ধন্যবাদ ও শুভ কামনা।

৩| ২২ শে মে, ২০১৯ দুপুর ১:২১

করুণাধারা বলেছেন: হীরকের দেশ।

কবিতায় ++++

২৪ শে মে, ২০১৯ দুপুর ১২:০৪

সামাইশি বলেছেন: অনেক অনেক শুভ কামনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.