নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

উননুর

সামাইশি

সময় বয়ে যায়, ক্ষয়ে যায় জীবন, মন, সৃষ্টি, ক্লেদের গ্লানি জমা হোল যত যথাপি ঝরে যায় বৃষ্টি।

সামাইশি › বিস্তারিত পোস্টঃ

হাজার দিন পরে।

২২ শে জুন, ২০১৯ সন্ধ্যা ৬:৫৮



হাজার দিন পরে।

হাজার হাজার বছর ধরে
আমি হাটিতেছি বাংলার পথ ধরে,
রাঢ় হরিকেল সমতট গৌড়ের পথ মাড়িয়ে
সেন মৌর্য্য চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য কাল ছাড়িয়ে।

বিধাতা দিয়েছেন ভাষা ও বর্ণের বিচিত্রতা
একে অপরের সাথে পরিচিত হওয়ার কথকতা,
ভিন্ন ভিন্ন জাতিতে পরিচয় সাঁটা
গায়ে গতরের নাম বাঙালি আটা।

বাংলার জল বাংলার ফল বাংলার মাটি
বুনেছে বীজ প্রেমের স্বাধীনচেতা খাঁটি,
যুগে যুগে দিয়েছে জন্ম স্বাধীন শাসক বীর
হায়েনার হানায় অস্তমিত, শ্রেষ্ঠের আগমনে মধুমতির নীড়।

দেশে থেকে কখনো বুজিনি সে কত বড় মহান
যত দিন পদ্মা যমুনা মেঘনা রবে বহমান,
মহাবিশ্বের একমাত্র মানুষ্য বসতিতে আমাদের নির্ধারিত স্থান
কোথায় পড়ে রয় ঠুটো জগন্নাথ "পাকিস্তান"

ভেবে দেখো যদি এক সাথে থাকতাম অবধি
জঙ্গি সন্ত্রাস ক্যু আর ধর্মান্ধতায় হাহাকারের পরিধি,
আপাদমস্তক বীরের অবয়বে মোড়া ছিলো দেশপ্রেম
অকৃত্রিময়তায় কখনোই খাটো ছিলোনা তার হেম।

চাতক পাখির ন্যায় চেয়ে থাকি দিকে সময়ের
কবে হবে তকমা মাতৃভূমির উন্নত দেশের,
মেঘে মেঘে গড়িয়েছে অনেক অনেক বেলা
আপামর আম জনতা দেখেছে হরেক খেলা।

হত্যা শাহেনশাহী চুরি দুর্নীতি গাড়িয়া গিয়াছে শিকড়
আর নয় চোখ ফাঁকি অন্তর্জালে ফাঁদ পাতা ধর পাকড়,
ধর্মান্ধতা চুরি দুর্নীতি কুশিক্ষা করিতে হইবে দূর
মেরুদন্ড সোজা করিয়া চরম করিতে হইবে শব্দ সুর।

চোখ মুদিয়া অন্তর্চক্ষু মেলে ধর দেশের আনাচে কানাচে
প্রতিদিন বন্ধুর সাথে দূরালাপনে সেসব উঠে আসে,
মোদের মন কাঁদে ভুখা নাঙ্গা বঞ্চিত শোষিত জনতার তরে
চাটার দল চোরেরা লুটিয়া লয় তাদের প্রাপ্য নিজের ঘরে।

বিধাতা তোমারে বসায়েছে খলিফার আসনে দায়িত্ব গুরুভার
প্রজাগণের দু:খ কষ্টে পরপারে তোমার কর্ম হইবে সাবাড়,
কঠোর হস্তে চুরি দুর্নীতির বিচক্ষণতার সাথে কর দমন
নচেত হাশরের মাঠে পার পাবে নাকো সৃষ্টিকর্তার সমন।

যত ধন বাড়িয়াছে স্বাধীনতার পর মোদের দেশের
কেন মাত্র পাঁচ ভাগে লুটিয়া লয় সে সবের,
এ কেবল মুখের কথা নয় পরিসংখ্যানের ভাষা
শ্রমিকের রক্ত শুষে বিশ্বে ধনী হওয়ার সেরা বৃথা সুশাসনের আশা।

"পারিবে না এ কথাটি মানিওনা না আর"
অন্তর্জালে ফাঁদ পাতা জনগণ সাথে আছে তোমার,
চোরেরে বধিয়া কঠিন উদাহরণ প্রয়োগ কর
স্বাধীন দেশে কেওই জনগণ থেকে নয়কো বড়।

চোরেরে বধিবে যে "অন্তর্জালে" বাড়িছে সে
বোঝোনা তোমার কাজ সহজ হইয়া গেলো যে,
"প্রথমত:জনগণ, দ্বিতীয়ত: জনগণ, শেষ পর্যন্ত্য জনগণ"
মাঝে মাঝে টের পাও কি উত্তাপ অন্তর্জালে বিস্ফোরণের গণমন।

চক্ষুষ্মান হইয়াও যদি দৃষ্টিহীনের ন্যায় থাকো
উজির নাজির তল্পি তল্পা লাট বহর গুটাইয়া রাখো,
নচেত ফুঁসিতে ফুঁসিতে ক্ষোভের লাভার উদগিরণে
জনগণ অকশ্বাত পত্রপাঠ করিবে বিদায় কলংকিত ইতিহাসের কোনে।

কি হওয়ার কথা ছিল আর কি করেছো তোমরা বানরের পিঠাভাগ
তথ্য প্রযুক্তির গুনে সব জানিয়া আদম গণ পুষিতেছে মনে রাগ,
তোমরা যদি দমন না কর অন্তর্জালের উদাহরণ থেকে
চিরতরে ক্ষমতা হারাবে সাধারণ জনগণ যদি যায় বেঁকে।

নতুনেরে মানুষ করিবে সাদরে অন্তরে গ্রহণ
ডাকসুর উদাহরণেও কি খোলেনা চোখ কান মনন,
কুট কৌশলে আর পারবেনা নাকো হতে বৈতরণী পার
অন্তর্জাল যুগের আদমের বিচিত্র চাহিদার আহার।

বিচিত্র মানে সব মৌলিক চাহিদা পূরনে গুনগত জীবনমান
বোঝোনা ঘোড়ার আগে গাড়ি জুগিয়া গিয়াছে গ্রামীণ বিশ্বে খান খান,
কি লিখিতে গিয়া কি লিখিলাম বোঝো যদি অবদমিত ক্ষোভ
প্রবাসে বসিয়া মাতৃভূমিকে উন্নত দেশের ন্যায় দেখিতে হয় না লোভ!

পংক্তির পর পংক্তিগুলো নয় বিএনপি জামাতের শেখানো
রাগ ক্ষোভ হতাশা বিদ্রোহের সুপ্ত চেতনার নিংড়ানো,
লিখিতে চাইছিলাম মহানায়কের অকৃত্রিম নিখাদ দেশপ্রেমের কথা
ভয় ডরহীন সাহসী উচ্চারণ কম্বল চোর, চোরের খনি চাটার দলের যথা।

জন্মিলে মরিতে হইবে প্রকৃতির পরম অমোঘ বিধান
হেলায় কি হারাবেন কীর্তিমানের মত মরার সুযোগ যদি পান,
কীর্তিমান হোল সিঙ্গাপুর, মালয়েশিয়া জাপানের নেতাদের উদাহরণ
সুযোগ তোমারে দিয়াছে বিধাতা নিবেদিত প্রাণে কর বীরের মরণ।

স্তাবকের বিশেষণে নয় জনগণের ভালবাসার বিশেষণে ভূষিত হইবে তখন
দুর্নীতির বিরুদ্ধে অবিচল থেকে কঠিন সংগ্রামে জয়ী হইবে যখন,
সংগ্রামের নৌকা দাও ছাড়িয়া ঝড় ঝঞ্জায় সহায় মহান সৃষ্টিকর্তা
ধরিয়া নাও হাজার দিন পরে পাইবে সাফল্যের কুলের দেখা, তিনিই ত্রাতা।

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২২ শে জুন, ২০১৯ সন্ধ্যা ৭:২৮

শাহিন-৯৯ বলেছেন:



কবিতার মাধ্যমে প্রতিবাদ বেশ ভাল, চেীদ্দ শিখের ভিতরে যাওয়ার সম্ভবনা কম তবে নজরুলের মত বেশি বিদ্রোহী হয়ে গেলে বিষয়টি অন্যরকম।

২৪ শে জুন, ২০১৯ ভোর ৪:৫৯

সামাইশি বলেছেন: অত ভয় করলে কি চলবে ভায়া। ধন্যবাদ মন্তব্যের জন্য।

২| ২২ শে জুন, ২০১৯ রাত ৮:৩৩

রাজীব নুর বলেছেন: বিশাল কবিতা।
সহজ সরল সুন্দর।

২৪ শে জুন, ২০১৯ ভোর ৫:০০

সামাইশি বলেছেন: আন্তরিক ধন্যবাদ।

৩| ২২ শে জুন, ২০১৯ রাত ৮:৪০

আহমেদ জী এস বলেছেন: সামাইশি,




হাযারো কথা নিয়ে দারুন অন্ত্যঃমিলের কবিতা।

জনগণ....জনগণ....এবং জনগণ,
এর বাইরে আর নেই কোনও গান!

২৪ শে জুন, ২০১৯ ভোর ৫:০০

সামাইশি বলেছেন: অশেষ ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.