![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি কখনই লটারী করি না কিন্তু মনে প্রানে বিশ্বাস করি যে আমার জীবনটাই একটা বড় লটারী।
নিয়াজ কিন্তু সাতার পারে না। আবির তা জানে।
বন্ধুদের মাঝে এই নিয়ে কোন কথা উঠলে সে রাবরই খুবই স্মার্টলি এড়িয়ে যায়। ভাবখানা এমন সাতারের মত এমন ফালতু বিষয় নিয়ে মাতামাতির কি আছে!
কিন্তু গত এক সপ্তাহ ধরে নিয়াজের ভাল ঘুম হয় না। আগামী শুক্রবারের কথা ভেবে।
আচ্ছা পিকনিক করার আর কোন জায়গা ছিল না!
''শীতল দীঘি"??
পাহাড়-পর্বত, বন-জঙ্গল কত কিছুই ছিল, সব রেখে জলকেলি?? ধুররর... স্যারগুলোর কোন কমনসেন্স নেই।
আচ্ছা, ক্লাস নাইনের মেয়েটা, কি যেন নাম? হ্যা ওই থার্ড বেঞ্চে প্রতিদিন বসে, বাকা চোখে তাকায়। কি যেন নাম?
''রুমকি'', পাশ থেকে আবির মনে করিয়ে দেয়।
শুক্রবার সে যখন জানবে যে আমি সাতার পারি না তখন কি আর ইজ্জত থাকবে!!
আবির হাসে, ''যে সাতার পারে না তার আর ইজ্জত কি!!''
''তারপর সবাই ক্লাসের সবাই জানবে, ওহ আল্লাহ রনি শুনলে তো খবরই আছে'', বিড়বিড় করে আনমনা নিয়াজ।
শুক্রবার। বনভোজনের ঘোরাঘুরি পর্ব শেষ। এবার দীঘিতে নামার পালা।
ক্লাসের সবচেয়ে চুপচাপ-মিনমিনে রওনক সবার আগে টি শার্ট খুলে লাফ দেয়।
তারপর আর কে থামায়। একে একে সাবাই দীঘির জলে। সে কি উচ্ছাস, ডুব-সাতার, চিৎ-সাতার আরও কত কি!
নিয়াজ অসহায় দাড়িয়ে চিন্তা করে।
যাক, এখনও কেউ লক্ষ্য করেনি যে সে পানিতে নামেনি।
আচ্ছা রুমকি কোথায়? সে কি দেখে ফেললো?
ওইতো নীল জামা পরেছে আজ। যা দেখাচ্ছে না! সাথে বন্যা আর নাজমা। ভালভাবে তাকিয়ে দেখে ওরা এদিকেই আসছে।
‘’নিয়াজ, এই নিয়াজ, নামবি না” রনির ডাকে সম্বতি ফেরে তার।
রুমকিরা তখন অনেক কাছে। তাদের সামনে বলা যায় না যে সাতার পারি না।
‘’সাতার পারিস তো? হাহাহাহা’’ রনির ঠোটে তাচ্ছিল্যের হাসি।
কষ্টে কান্না চলে আসে নিয়াজের। না সে কাঁদতেও পারবে না। নিজের উপর প্রচন্ড রাগ হয়।
ততক্ষন চুড়ান্ত সিদ্ধান্ত নেয়া শেষ। বাম হাতে বুকের উপর বোতাম খোলা শুরু, ডান হাতে জুতা।
পানিতে নামলেই প্রকাশ পেয়ে যাবে সব সত্য। তারপরও ধীরে ধীরে দীঘির জলে সমর্পন।
‘’নিয়াজ, কি করিস? গতবারের কথা মনে নেই!’
রুমকির দিকে তাকিয়ে আবির বলতে থাকে, ‘’তুই কত ভাল সাতার পারিস তা তো দেখাবার দরকার নেই। টনসিলের কথা তো ভাবতে হবে! বড় আপা আমাকে খুব করে বলে দিয়েছে।‘’
নিয়াজের হাত ধরে টেনে ওঠায় আবির। নিয়াজ অবাক তাকিয়ে থাকে, মনে মনে বলে,
তুই এমন কেন!!
©somewhere in net ltd.