![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি কখনই লটারী করি না কিন্তু মনে প্রানে বিশ্বাস করি যে আমার জীবনটাই একটা বড় লটারী।
নেই!
শুধু নেই আর নেই।
তাসকিন নেই, সানি নেই, নাসির নেই;
শুনি তামিমও নেই!
রিজার্ভ ব্যাংক থেকে ৮০০ কোটি টাকা নেই।
জোহা নেই।
তবুও আবুলের মুখ বন্ধ নেই!
সুন্দরবন নিয়ে কারো চিন্তা নেই।
দেশে শুধু বৃষ্টি হয়,
অনেক দিন কোন প্লাবন নেই।
প্লাবন চাই, স্রোত চাই-
সব "নেই" ভাসিয়ে দেই।
অপরিবর্তনীয়
হয়তো আমি তেমনটি নেই
যেমন ছিলাম আগে,
তবুও আমার ছায়া দেখি
আগের মতই লাগে!
©somewhere in net ltd.
১|
০৮ ই এপ্রিল, ২০১৬ সকাল ৭:২৯
দইজ্জার তুআন বলেছেন: ভালো লাগা+++++++++++